ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বিসমিল্লাহ গ্রুপের এমডিসহ ৭ আসামিকে ধরতে রেড এ্যালার্ট জারির নির্দেশ

প্রকাশিত: ১২:৪৭, ২৬ ফেব্রুয়ারি ২০২০

বিসমিল্লাহ গ্রুপের এমডিসহ ৭ আসামিকে ধরতে রেড এ্যালার্ট জারির নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ অর্থপাচার মামলায় বিসমিল্লাহ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খাজা সোলেমান আনোয়ার চৌধুরী, তার স্ত্রী ও গ্রুপের চেয়ারম্যান নওরীন হাবিবসহ পলাতক সাত আসামিকে ধরতে রেড এ্যালার্ট জারির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিকে ঢাকা ক্লাবসহ দেশের ১৩ অভিজাত ক্লাবে জুয়া খেলা অবৈধ করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদনের শুনানি ৫ মার্চ পর্যন্ত মুলতবি করেছে আপীল বিভাগ। অন্যদিকে পিকে হালদারের দেড় হাজার কোটি টাকার হদিস মিলছে না। আপীল বিভাগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গবর্নর খোন্দাকর ইব্রহিম খালেদ এ তথ্য জানিয়েছেন। পিকে হালদারের পাসপোর্ট জব্দ আদেশ স্থগিতে আবেদনের আদেশ দেয়া হবে আজ বুধবার। মঙ্গলবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। অর্থপাচার মামলায় বিসমিল্লাহ গ্রুপের সাত পলাতক আসামিকে ধরতে রেড এ্যালার্ট জারির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে আইজিপি, র‌্যাব ও ডিআইজিকে রেড এ্যালার্ট জারির বিষয়ে ৫ এপ্রিল গৃহীত পদক্ষেপ জানাতে বলেছেন আদালত। বাকি পাঁচ আসামি হলেন- বিসমিল্লাহ গ্রুপের পরিচালক ও খাজা সোলেমানের বাবা সফিকুল আনোয়ার চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক আকবর আজিজ মুতাক্কি, মহাব্যবস্থাপক মোহাম্মদ আবুল হোসেন চৌধুরী, ব্যবস্থাপক রিয়াজউদ্দিন আহম্মেদ, নেটওয়ার্ক ফ্রেইট সিস্টেম লিমিটেডের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন। মামলায় সাজাপ্রাপ্ত আসামি এস এম সোয়েব উল কবিরের জামিন আবেদন শুনানির সময় বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
×