ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিদেশে চাকরির প্রলোভনে প্রতারণা, ট্রাভেল এজেন্সি মালিক গ্রেফতার

প্রকাশিত: ১১:৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২০

বিদেশে চাকরির প্রলোভনে প্রতারণা, ট্রাভেল এজেন্সি মালিক গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ সাধারণ মানুষকে বিদেশে আকর্ষণীয় চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে আব্দুল্লাহ আল মামুন (৪০) নামে এক ট্রাভেল এজেন্সির মালিককে গ্রেফতার করা হয়েছে। এ সময় চার ভুক্তভোগী উদ্ধার করা হয়। র‌্যাব-২ (সিপিসি-২)-এর অধিনায়ক মেজর এইচএম পারভেজ আরেফিন জানান, সোমবার রাতভর বারিধারা ডিওএইচএসের ২ নম্বর রোডের ২১৪ নম্বর ভবনের সপ্তম তলায় অভিযান চালানো হয়। এ সময় উইনার ইন্টারন্যাশনাল ট্রাভেলস’র মালিক আব্দুল্লাহ আল মামুনকে আটক করা হয়।
×