ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রিফাত হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শেষ

প্রকাশিত: ১১:২০, ২৬ ফেব্রুয়ারি ২০২০

রিফাত হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শেষ

নিজস্ব সংবাদদাতা, বরগুনা ২৫ ফেব্রুয়ারি ॥ বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ মঙ্গলবার শেষ হয়েছে। বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান ৭৬ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন। বরগুনার পাবলিক প্রসিকিউটর (পিপি) ভুবন চন্দ্র হাওলাদার জানিয়েছেন, চলতি বছরের ১ জানুয়ারি রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। এরপর ৮ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৩০ কার্যদিবসে এ মামলার ৭৭ সাক্ষীর মধ্যে ৭৬ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। গোলাম সরোয়ার নামে একজন সাক্ষী প্রবাসে থাকায় তার সাক্ষ্যগ্রহণ করতে পারেনি আদালত। সাক্ষ্যগ্রহণ উপলক্ষে সকালে বরগুনার জেলা কারাগারে থাকা এ মামলার প্রাপ্তবয়স্ক আট আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এছাড়া আদালতে হাজির হন উচ্চ আদালতের আদেশে জামিনে থাকা নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি।
×