ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

হাজারীবাগে লাশ উদ্ধার

যাত্রাবাড়ীতে বাবার সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশিত: ১১:২০, ২৬ ফেব্রুয়ারি ২০২০

যাত্রাবাড়ীতে বাবার সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে দুটি হত্যাকা-ের ঘটনা ঘটেছে। এর মধ্যে যাত্রাবাড়ীতে বাবার সামনে ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এছাড়া নিখোঁজের তিনদিন পর হাজারীবাগের ঝাউচর এলাকা থেকে এক ব্যবসায়ীর গলা রশি পেঁচানো মৃতদেহ উদ্ধার হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মঙ্গলবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে পূর্ব শত্রুতার জেরে বাবার সামনে ছুরিকাঘাতে ইমন (১৮) নামের এক পোশাক শ্রমিককে এলোপাতাড়ি ছুরিকাঘাতে খুন করেছে সন্ত্রাসীরা। নিহত ইমনের বাবার নাম আবু বকর। গ্রামের বাড়ি বিক্রমপুর-মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার নয়াবাড়ি গ্রামে। তিন ভাই এক বোনের মধ্যে ইমন সবার বড় ছিল। সে শনির আখড়ার গোবিন্দপুর এলাকায় সপিরবারে থাকত। নিহত ইমনের বাবা আবু বকর জানান, বাবা-ছেলে দুজনেই গোবিন্দপুরে গ্রামীণ নামের একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে চাকরি করি। দুপুরের খাবার খেতে বাসায় যাওয়ার সময় গোবিন্দপুর সরকারী স্কুলের সামনে এলে নয়ন, রাজু, রুবেল ও অনিক আমাদের রাস্তায় থামায়। এরপর তাদের মধ্যে তিনজন আমাকে ধরে রাখে। এ সময় ইমনকে ছুরিকাঘাত করে নয়ন। তিনি জানান, পরে ছেলে ইমনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। পরে অবস্থার অবনতি হওয়ায় বিকেল ৩টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা আবু বকর জানান, দুদিন আগে ইমনকে সাইকেল দিয়ে ধাক্কা দেয় নয়ন। এ ঘটনার একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এর জেরেই কয়েকজন মিলে আজ (মঙ্গলবার) ইমনকে ছুরিকাঘাত করে। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শন বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় নয়ন নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঢামেকে পুলিশ হেফাজতে নয়নের চিকিৎসা চলছে। এদিকে একইদিন সকালে নিখোঁজের তিনদিন পর রাজধানীর হাজারীবাগের ঝাউচর এলাকার বুড়িগঙ্গা নদীর পাড় থেকে শেখ বাদল মিয়া (৫২) নামে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে। এ সময় তার গলায় পাটের রশি দিয়ে পেঁচানো ছিল। আর দুটি ইট কোমরে রশি বাঁধা ছিল। পরে তার লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। নিহত বাদল মিয়া রায়েরবাজার সেনালী ট্রেডার্স নামে চালের আড়ত রয়েছে। তার গ্রামের বাড়ি বিক্রমপুর-মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কনকসাহা গ্রামে।
×