ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

করোনা রোধে আড়াই বিলিয়ন ডলার চেয়েছে হোয়াইট হাউস

প্রকাশিত: ১১:১৬, ২৬ ফেব্রুয়ারি ২০২০

করোনা রোধে আড়াই বিলিয়ন ডলার চেয়েছে হোয়াইট হাউস

জনকণ্ঠ ডেস্ক ॥ বিশ্বব্যাপী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করার পরিকল্পনা নিয়েছে হোয়াইট হাউস। মার্কিন গণমাধ্যম সোমবার এ খবর প্রকাশ করেছে। খবর এএফপির। ওয়াশিংটন পোস্টের তথ্য মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জরুরী ব্যয়ের জন্য কংগ্রেসকে এক দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার দিতে অনুরোধ করেছে। এতে হেলথ এ্যান্ড হিউম্যান সার্ভিস বিভাগের নয়া তহবিলের জন্য এক দশমিক ২৫ বিলিয়ন ডলার দেয়ার পাশাপাশি মূলত ইবোলা মোকাবেলার জন্য সংরক্ষিত ৫৩৬ মিলিয়ন ডলার স্থানান্তরিত করার অনুরোধ জানানো হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, সরকারের বিভিন্ন সংস্থা থেকেও হেলথ এ্যান্ড হিউম্যান সার্ভিসের জন্য অতিরিক্ত অর্থ সংগ্রহ করা যেতে পারে। এই অর্থ আক্রান্ত রাষ্ট্রসমূহের পাশাপাশি ল্যাবরেটরি টেস্ট, কোয়ারেন্টাইন, ভ্যাকসিন গবেষণা ও উন্নয়নমূলক খাতে ব্যয় করা হবে।
×