ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আর ১৯ দিন

প্রকাশিত: ১১:১৬, ২৬ ফেব্রুয়ারি ২০২০

আর ১৯ দিন

স্টাফ রিপোর্টার ॥ হাতে রইল আর মাত্র ১৯ দিন। এরপরই শুরু হয়ে যাবে মুজিববর্ষ উদ্যাপন। আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন। আগামী বছরের ১৭ মার্চ পর্যন্ত চলবে উৎসব অনুষ্ঠান। এর আগে সম্প্রতি মুজিববর্ষ উপলক্ষে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) দেখানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন অবলম্বনে নির্মিত ডকুফিল্ম ‘হাসিনা : অ্যা ডটারস টেল’। ছবিতে বঙ্গবন্ধু হত্যাকা- ও তাঁর অবর্তমানে কন্যা শেখ হাসিনা ও রেহানার সংগ্রাম তুলে ধরা হয়েছে। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন চলচ্চিত্রের অন্যতম পৃষ্ঠপোষক বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ও নির্মাতা পিপলু খান। তারা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের ভাইস প্রেসিডেন্ট ড. কাজী আনিস আহমেদ, জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের ওপর ভিত্তি করে নির্মিত এ চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে সেন্টার ফর রিসার্চ এ্যান্ড ইনফরমেশন এবং এ্যাপলবক্স ফিল্মস। ‘হাসিনা, অ্যা ডটারস টেল’-এর দৈর্ঘ্য ৭০ মিনিট। যেখানে প্রধানমন্ত্রী ছাড়াও তার পরিবারের সদস্যদের উপস্থিতি রয়েছে। উঠে এসেছে শেখ হাসিনার সাধারণ জীবনের অসাধারণ কিছু মুহূর্ত। এদিকে আগেই জানানো হয়েছিল, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের আয়োজনে অংশ নেবে বন্ধুরাষ্ট্র ভারত। আরও একবার বিষয়টি স্পষ্ট করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির এক বৈঠকে যোগ দিয়ে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসেরের সঙ্গে আলাপকালে কর্মপরিকল্পনা এগিয়ে নেয়ার ব্যাপারে ভারতের সদিচ্ছার কথা জানান তিনি। বিশেষ স্বাস্থ্য ক্যাম্প ॥ সংসদ রিপোর্টার জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে দেশের ৩০০টি সংসদীয় আসনে একযোগে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প বসানো হবে। ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি এই ক্যাম্পের আয়োজন করা হবে। এছাড়া আগামী ২৪ মার্চ রাজধানীতে সাইকেল র‌্যালিসহ জাতীয় সংসদের পক্ষ থেকে বিশেষ স্বাস্থ্য সচেতনতা কর্মসূচী নেয়া হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে গঠিত জাতীয় সংসদের স্বাস্থ্যসেবা উপকমিটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বাস্থ্যসেবা উপকমিটির সভাপতি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক। উপস্থিত ছিলেন কমিটির সদস্য ডাঃ হাবিবে মিল্লাত, ডাঃ মনসুর রহমান, ডাঃ রুস্তম আলী ফরাজী, ডাঃ নাসির উদ্দিন, ডাঃ জাকিয়া নুর ও ডাঃ আব্দুল আজিজ এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা।
×