ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুখে ভর দিয়ে লিখে বৃত্তি পেল অদম্য লিতুন জিরা

প্রকাশিত: ১০:০১, ২৫ ফেব্রুয়ারি ২০২০

মুখে ভর দিয়ে লিখে বৃত্তি পেল অদম্য লিতুন জিরা

স্টাফ রিপোর্টার, যশোর ॥ মুখে ভর দিয়ে লিখেই প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তি পেয়েছে অদম্য লিতুন জিরা। ২০১৯ সালে মনিরামপুর উপজেলার খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে। মঙ্গলবার প্রাথমিক বৃত্তির ফলাফল ঘোষণা করা হয়। যশোরের মনিরামপুর উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে লিতুন জিরার জন্ম থেকেই হাত ও পা নেই। লিতুন জিরা বলেছে, পর নির্ভর হয়ে সমাজের বোঝা হতে চাই না। লেখা পড়া শিখে মানুষের মত মানুষ হয়ে আরো দশজন মানুষের মতো আত্মনির্ভশীল হতে চাই। জানা যায়, লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহী লিতুন জিরা প্রখর মেধাবী। হুইল চেয়ারেই বিদ্যালয়ে আসা-যাওয়া করে জিপিএ-৫ পেয়েছে। সর্বশেষ মঙ্গলবার প্রকাশিত বৃত্তির ফলাফলে লিতুন জিরা সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। লিতুন জিরার বাবা হাবিবুর রহমান ও মা জাহানারা বেগম বলেন, জন্মের পর মেয়ের ভবিষ্যত নিয়ে নানা চিন্তা তাদের পেয়ে বসতো। এখন মেয়ের মেধা তাদের আশার সঞ্চার করছে। লিতুন জিরা আর দশজন শিশুর মতই স্বাভাবিকভাবেই খাওয়া-দাওয়া, গোসল সব কিছুই করতে পারে। মুখ দিয়েই লিখে সে। তার চমৎকার হাতের লেখা যে কারো দৃষ্টি কাড়বে।
×