ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্ববাজারে স্বর্ণের দাম ৭ বছরে সর্বোচ্চ

প্রকাশিত: ০৭:৪৭, ২৫ ফেব্রুয়ারি ২০২০

বিশ্ববাজারে স্বর্ণের দাম ৭ বছরে সর্বোচ্চ

অর্থনৈতিক রিপোর্টার ॥ চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বৈশ্বিক মহামারি রূপ ধারণ করায় বিশ্বজুড়ে শেয়ারবাজারে দরপতন চলছে। গত সোমবার বড় ধস দেখা গেছে বিশ্বের বড় শেয়ারবাজারগুলোতে। এদিকে বিশ্ববাজারে দ্রুত বাড়ছে স্বর্ণের দাম। সব মিলিয়ে আশঙ্কা করা হচ্ছে, নতুন এই করোনাভাইরাস বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে লাইনচ্যুত করবে। ইতালির মিলান ও দক্ষিণ কোরিয়ার সিউলসহ বিশ্বের নামকরা সব শেয়ারবাজারে দরপতন দেখা গেছে। চীনের বাইরে সম্প্রতি এই দেশ দুটি করোনাভাইরাস বিস্তারের শিকার হয়েছে মারাত্মকভাবে। এদিকে গত সোমবার যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে ডাও জোন্স সূচকে দুই বছরের মধ্যে সর্বোচ্চ ১ হাজার পয়েন্ট (৩ দশমিক ৫ শতাংশ) দরপতন হয়েছে। বিশ্ববাজারে চাহিদা নিয়ে উদ্বেগের কারণে জ্বালানি তেলের দাম কমেছে ৩ শতাংশ। লন্ডনের বুলিয়ান মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে হয়েছে ১ হাজার ৬৮৯ দশমিক ৩১ মার্কিন ডলার— ২০১৩ সালের পর এতটা দাম বাড়েনি মূল্যবান এ ধাতুটির। বাজার অস্থিতিশীল হওয়ায় বিনিয়োগকারীরা মুদ্রার বদলে স্বর্ণকে বেছে নেয়ায় এ অবস্থা। করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় ইতালির মিলান শেয়ারবাজারে সূচকের দরপতন হয়েছে ৬ শতাংশ। এদিকে যুক্তরাজ্যের প্রধান শেয়ারবাজার লন্ডন স্টক এক্সচেঞ্জভিত্তিক এফটিএসই ১০০ সূচকটি লেনদেন শেষে কমেছে ৩ দশমিক ৩ শতাংশ— চার বছরে যা সর্বোচ্চ দরপতনের ঘটনা।
×