ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নৌযানের ফিটনেস পরীক্ষা নিবন্ধন প্রদানে অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবি

প্রকাশিত: ০৭:৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২০

নৌযানের ফিটনেস পরীক্ষা  নিবন্ধন প্রদানে অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবি

স্টাফ রিপোর্টার ॥ নৌ পরিবহন অধিদপ্তরের অধীনে যাত্রীবাহী লঞ্চসহ সব ধরনের অভ্যন্তরীণ নৌযানের সার্ভে (ফিটনেস পরীক্ষা) ও নিবন্ধন প্রদানে অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবি জানিয়েছে চারটি বেসরকারি নাগরিক সংগঠন। আজ মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়। সম্প্রতি একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, নৌ পরিবহন অধিদপ্তরের নারায়ণগঞ্জ, খুলনা ও বরিশাল কার্যালয়ের শিপ সার্ভেয়াররা কর্মস্থলে উপস্থিত না থেকে এবং নৌযান পরিদর্শন ও পরীক্ষা-নিরীক্ষা না করে সার্ভে ও নিবন্ধন সনদ দিচ্ছেন; যা নৌ নিরাপত্তার জন্য হুমকি। বর্তমান সরকারের নানা পদক্ষেপের কারণে নৌ পরিবহন ব্যবস্থার যখন উত্তরোত্তর উন্নয়ন হচ্ছে, তখন কিছুসংখ্যক কর্মকর্তার এ হেন অনিয়ম ও দুর্নীতি মোটেও গ্রহণযোগ্য নয়। নাগরিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ নৌযানের ফিটনেস পরীক্ষা ও নিবন্ধন প্রদানে নৌ অধিদপ্তরের নারায়ণগঞ্জ, খুলনা ও বরিশাল কার্যালয়ের অনিয়ম ও দুর্নীতি তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। বিবৃতিদাতারা হলেন নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সভাপতি হাজী মোহাম্মদ শহীদ মিয়া, গ্রিন ক্লাব অব বাংলাদেশের (জিসিবি) সাধারণ সম্পাদক আশীষ কুমার দে, সিটিজেনস রাইট্স মুভমেন্টের মহাসচিব তুসার রেহমান এবং উন্নয়ন ধারা ট্রাস্টের সদস্যসচিব আমিনুর রসুল বাবুল।
×