ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ওয়াল স্ট্রিট জার্নালের ৩ সাংবাদিককে দ্রুত দেশ ছাড়ার নির্দেশ চীনের

প্রকাশিত: ২৩:৩২, ২৫ ফেব্রুয়ারি ২০২০

ওয়াল স্ট্রিট জার্নালের ৩ সাংবাদিককে দ্রুত দেশ ছাড়ার নির্দেশ চীনের

অনলাইন ডেস্ক ॥ করোনা ভাইরাস নিয়ে চীনের সমালোচনা করে সম্পাদকীয় প্রকাশ করায় যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তিন সাংবাদিককে বহিষ্কার করেছে চীন। এবার ওই তিন সাংবাদিককে দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটি। সোমবার একটি প্রতিবেদনের বিতর্কিত শিরোনামে ক্ষুব্ধ হয়ে ওয়াল স্ট্রিট জার্নালের ওই তিন রিপোর্টারকে বহিষ্কার করেছে চীন। বহিষ্কার হওয়া তিন সাংবাদিক হলেন, পত্রিকাটির বেইজিং ব্যুরোর উপপ্রধান যশ চিন (আমেরিকান নাগরিক), চাও দেং (আমেরিকান নাগরিক) ও ফিলিপ ওয়েন (অস্ট্রেলিয়ান নাগরিক)। এই তিন নাগরিককেই ৫ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে চীন। এর আগে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেন, চলতি মাসের শুরুতে দ্য ওয়াল জার্নালের সম্পাদকীয় পাতায় চীনের সমালোচনা করা হয়। শিরোনামে লেখা হয়-‘চায়না ইজ দ্য রিয়েল সিক ম্যান অব এশিয়া’। এমন শিরোনামে চীনকে বিশ্ববাসীর সামনে ছোট ও কটাক্ষ করা হয়েছে। উল্লেখ্য, উনবিংশ শতাব্দীতে অটোমান সাম্রাজ্যের ভঙ্গুর অর্থনীতিকে বর্ণনা করতে ‘সিক ম্যান অব ইউরোপ’ পরিভাষাটির ব্যবহার হয়েছিল। এবার চীনের অর্থনীতির অবস্থা বোঝাতে ওই পরিভাষা ব্যবহার করেন ওয়াল্টার রাসেল।
×