ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাবিও একই ঘোষণা দেবে

ঢাবি রাবিও যাচ্ছে না সমন্বিত ভর্তি পরীক্ষায়

প্রকাশিত: ১০:০৪, ২৫ ফেব্রুয়ারি ২০২০

 ঢাবি রাবিও যাচ্ছে না সমন্বিত  ভর্তি পরীক্ষায়

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রস্তাব নাকচ করে সমন্বিত ভর্তি পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। সোমবার দেশের এ দুটি বৃহৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় নিজেদের মতো করেই পরীক্ষা গ্রহণের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে। এর আগে গত বুধ ও বৃহস্পতিবার একই ঘোষণা আসে যথাক্রমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও চট্টগ্রাম বিশ্ব¦বিদ্যালয়ের (চবি) পক্ষ থেকে। জানা গেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষও দিতে যাচ্ছে একই ঘোষণা। তাহলে ইউজিসির সমন্বিত ভর্তি পরীক্ষার ভবিষ্যত কি? বড় বিশ্ববিদ্যালয়গুলোকে বাইরে রেখে কিভাবে পরীক্ষার আয়োজন করা হবে? সোমবার বিকেলে এক অনুষ্ঠান শেষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের বলেছেন, এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের খবর আমি ঠিক জানি না। তাই এ বিষয়ে কথা বলা ঠিক হবে না। তবে সমন্বিত ভর্তি পরীক্ষায় কারা অংশ নেবে বা নেবে না সেসব বিষয় নিয়ে আসলে এখনই চূড়ান্ত কিছু বলা যাবে না। তাছাড়া এসব বিষয় নিয়ে কাজ করছে ইউজিসি। তারা বিষয়টি দেখছে। কারা অংশ নেবে বা নেবে না, না নিলে কী হবে এসব বিষয়ে কাজ করছে ইউজিসি। এ বিষয়ে এখনই কিছু চূড়ান্ত হয়নি। আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলব। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) সভা শেষে জনকণ্ঠের ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার জানিয়েছেন, একাডেমিক কাউন্সিল নিজেদের মতো করে ভর্তি পরীক্ষায় যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সভার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। তবে আগেই বোঝা যাচ্ছিল ঢাবি সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না। গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) চতুর্থ কার্যনির্বাহী সভায়ও এর প্রতিনিধিরা সমন্বিত ভর্তি পরীক্ষায় না যাওয়ার পক্ষে মত দেন। সোমবার সভার আগেও উপাচার্যের সঙ্গে দেখা করে একই দাবি জানিয়েছেন ডাকসু নেতারা। রাবি সংবাদদাতা জানিয়েছেন, ইউজিসির প্রস্তাবকে নাকচ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাবি প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে উপাচার্য এম আব্দুস সোবহান গণমাধ্যমকর্মীদের এই তথ্য জানান। তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে সমন্বিত ভর্তি পরীক্ষায় যাওয়ার কথা ছিল। কিন্তু আমাদের শিক্ষা পরিষদ তা নাকচ করে দিয়েছে। কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস না হওয়ার একটি গৌরব রয়েছে, কিন্তু সমন্বিত পরীক্ষায় প্রশ্ন ফাঁসের আশঙ্কা থেকে যায়। এছাড়া আমরা যেভাবে পরীক্ষা নেই, সেই মান রক্ষিত হবে কি না তাও নিশ্চিত নয়। শিক্ষা পরিষদের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল আলম খান বলেন, আমরা যেভাবে ভর্তি পরীক্ষা নেই তা শতভাগ স্বচ্ছ ও নিরাপদ। কিন্তু অন্য বিশ্ববিদ্যালয়গুলো যে এভাবে পরীক্ষা নিতে পারবে তা নিয়ে শঙ্কা থেকে যায়। সবগুলো বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো তো এক নয়। তাই আমরা চাই আগে নিরাপদ ভর্তি পরীক্ষা কিংবা আমাদের চেয়ে ভালভাবে পরীক্ষা নেয়ার নিশ্চয়তা দেয়া হোক, তবেই আমরা সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় যেতে পারি। তার আগে নয়।
×