ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শিক্ষা খাদ্যে দেশ অনেক দূর এগিয়ে গেছে শেখ হাসিনার জন্য : শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৯:১১, ২৩ ফেব্রুয়ারি ২০২০

শিক্ষা খাদ্যে দেশ অনেক দূর এগিয়ে গেছে শেখ হাসিনার জন্য  :  শিক্ষামন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ শিক্ষামন্ত্রী ড. দিপু মনি বলেছেন, শিক্ষা, খাদ্য সহ নানা উন্নয়নমূলক কর্মকান্ডে দেশ অনেকদুর এগিয়ে গেছে। আর তা সম্ভব হয়েছে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। তাই দেশ আজ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য। তিনি বলেন, কোচিং বানিজ্য সহ কোন অনৈতিক কাজে শিক্ষকরা জড়িত হবেন না। শুধু তাই নয়, নোট বা গাইড বইয়ের জন্য শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করবেন না। এছাড়া অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, জিপিএ-৫ পাওয়ার জন্য সন্তানদেরকে চাপ দেবেন না। সন্তান তার যোগ্যতানুযায়ী ফলাফল করবে। এছাড়া তিনি আরও বলেন, বর্তমান সরকারের পরিকল্পনা রয়েছে দেশের প্রত্যেকটি উপজেলায় একটি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন করার মাধ্যমে কারিগরি শিক্ষায় সকলকে এগিয়ে নেয়া। তিনি রবিবার সন্ধ্যায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজ মাঠে সুধি সমাবেশ ও সর্ম্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদানকালে এই কথাগুলো বলেন। এতে সভাপতিত্ব করেন, কলেজ বাস্তবায়ন কমিটির সভাপতি ডাঃ আব্দুল হাই চৌধুরী। বক্তব্য রাখেন, এমপি আলহাজ্ব মোঃ আবু জাহির, এমপি শাহনেয়াজ মিলাদ গাজী, সংরক্ষিত মহিলা আসনের এমপি জোহরা আলাউদ্দিন, জেলা আওয়ামীলীগের সেক্রেটারী আলমগীর চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডাঃ মুর্শেদ আহমদ চৌধুরী ও এডভোকেট আবুল ফজল সহ প্রমুখ ব্যক্তিবর্গ। শিক্ষামনাত্রী দিপু মনি দিনারপুর কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন করেন।
×