ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে সন্ত্রাসীদের হামলা-ভাংচুর, প্রধানমন্ত্রীর ছবি তছনছ

প্রকাশিত: ০৬:০৭, ২৩ ফেব্রুয়ারি ২০২০

টঙ্গীতে সন্ত্রাসীদের হামলা-ভাংচুর, প্রধানমন্ত্রীর ছবি তছনছ

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ টঙ্গীর আউচপাড়ায় সফিউদ্দিন স্কুলের শেষ মাথায় একটি টাইলসের দোকানে স্হানীয় একদল সন্ত্রাসী ৩ দফা হামলা চালিয়ে ভাংচুর ও ৩ জনকে আহত করেছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় দোকানের অফিসে রাখা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি ও গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদকের ছবি তছনছ হয়। হামলায় আহত দোকানের ৩ কর্মচারীকে হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। গভীর রাত পর্যন্ত সন্ত্রাসীদের মহড়া চলাকালে আবাসিক এলাকার লোকজনের কেউ ভয়ে ঘর থেকে বের হননি। স্হানীয় একটি সূত্র জনকণ্ঠকে জানান, পূর্ব শত্রুতার জের ধরে স্হানীয় একটি চিহ্নিত গ্রুপের সন্ত্রাসীরা আরিফ খানের দোকানে এ হামলা চালিয়েছে। ৩০/৩৫ জনের সন্ত্রাসী দল বাঁশের লাঠি, দা, ছুরি, লোহার রড নিয়ে রাস্তায় মহড়া দিয়ে দোকানটিতে হামলা চালায়। টঙ্গী পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
×