ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪:৪২, ২৩ ফেব্রুয়ারি ২০২০

ঝালকাঠিতে হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে হাম-রুবেলা প্রতিরোধের জন্য ২৯ ফেব্রুয়ারী থেকে ২১ মার্চ পর্যন্ত হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু হচ্ছে। আজ রবিবার সকাল ১১ টায় সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদারের সভাপতিত্বে এ্যাডভোকেসি সভায় ইউনিসেফ এর বরিশাল অঞ্চলের সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. তাপস কুমার হালদার মূল বিষয়ের উপরে উপস্থাপনা প্রদর্শন করেন। ঝালকাঠি জেলায় ১ লাখ ৭৬ হাজার ৩শ ৩৪ জন ৯ মাস থেকে ১০ বছর বয়সী শিশুকে ক্যাম্পেইনের আওতায় এম.আর টিকা প্রদান করা হবে এবং হাম ও রুবিলা রোগে আক্রান্ত এই শিশুদের ১ ডোচ এমআর টিকা দেওয়া হবে। ২৯ ফেব্রুয়ারী থেকে ৫ মার্চ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কর্মসূচি পালন করা হবে এবং ৭ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত কমিউনিটি লেভেলে এই কর্মসূচি পাল করা হবে। যে সকল শিশু স্কুলে যায় না বা স্কুলে টিকা গ্রহণ করে নাই তাদেরকে ২য় ও ৩য় সপ্তাহে টিকা প্রদান করা হবে। স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা, শিক্ষা, ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা এই এ্যাডভোকেসি সভায় অংশগ্রহন করে এদের মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিফাত আহম্মেদ, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মশিউর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের ডা. সাকিল খান ও দেশ বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এস.এম মিজানুর রহমান মতামত তুলে ধরে বক্তব্য রাখেন।
×