ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হাইকোর্টে রিট থাকা অবস্থায় বস্থায় ইউএনএর পদক্ষেপে মুক্তিযোদ্ধাদের ক্ষোভ

প্রকাশিত: ০৪:৪২, ২৩ ফেব্রুয়ারি ২০২০

হাইকোর্টে রিট থাকা অবস্থায় বস্থায় ইউএনএর পদক্ষেপে মুক্তিযোদ্ধাদের ক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মুক্তিযোদ্ধাদের ভোগান্তি ও দুর্বিসহ জীবন-যাপন বেড়েই চলছে। মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা সত্ত্বেও তারা আজও স্বীকৃতি পায়নি। ২০১৮ সালে চুড়ান্তভাবে চাছাই-বাছাইকৃত ‘ক’ তালিকায় ২১৩ জন মুক্তিযোদ্ধাকে গেজেটভুক্ত করার জন্য তালিকা করা হয়। কিন্তু তাদেরকে গেজেটভুক্ত না করে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় পুনঃ যাছাই-বাছাইয়ের প্রজ্ঞাপন জারি করে। এ প্রজ্ঞাপনের বিরুদ্ধে কাঠালিয়া উপজেলার ‘ক’ তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের পক্ষে এস এম এনামুল হক মাহতাব উদ্দিন হাইকোর্টে ৬ ফেব্রুয়ারী ২০২০ তারিখ একটি রিট পিটিশন ফাইল করেন (যার নং-১৭৬০/২০২০)। যা হাইকোর্টের এন এক্স ২৫নং দ্বৈত বেঞ্চ এর জাস্টিস এফ আর এম নাজমুল আহসান ও জাস্টিস কে এম কামরুল কাদের এর আদালতে বিচারাধীন রয়েছে। রিট পিটিশনের বিষয়টি কাঠালিয়া উপজেলা ইউএনও কে ডাকযোগে এবং ই মেইলে রিট পিটিশনের আইনজীবি ব্যারিষ্টার নূর মোঃ লিখিতভাবে অবহিত করেন। কাঠালিয়া উপজেলার ইউএনও আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন হাইকোর্টে বিচারাধীন মামলা উপেক্ষা করে পুনঃ যাছাই-বাছাই এর কার্যক্রম শুরু করার জন্য ১৩ ফেব্রুয়ারী ২০২০ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করেন। মামলা বিচারাধীন অবস্থায় ইউএনও এর উক্ত পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করেছেন রিটকারীসহ আবু জাফর খান, ড. সেকেন্দার হায়াত খান, মোঃ আবদুস সোবহান , খগেন্দ্র ভুষন দাস এবং হাবিবুর রহমানসহ প্রমুখ মুক্তিযোদ্ধারা। এ বিষয়ে তারা জেলা প্রশাসকের হস্তক্ষেপ আশা করেন। এ ব্যাপারে কাঠালিয়ার ইউএনও জানান , এ সংক্রান্ত হাইকোর্টে রিট করার কোন কাগজ তার হাতে আসেনি । এলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
×