ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পটিয়ায় স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন

প্রকাশিত: ০৩:৪০, ২৩ ফেব্রুয়ারি ২০২০

পটিয়ায় স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও হেন্ডস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিশু ভোটাররা তাদের ভোট প্রয়োগ করেছে। তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী ও পঞ্চম শ্রেণীতে মোট প্রার্থী ছিল ১৯জন। তার মধ্যে মোট ভোটার ছিল ২২৭ জন। নির্বাচনে পানি সম্পদ, অভ্যন্তনা ও আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক, স্বাস্থ্য, বৃক্ষরোপন, পরিবেশ সংরক্ষন, পুস্তক ও শিখন সামগ্রী পদে ১৯জন প্রার্থী লড়েছেন। এতে নির্বাচন কমিশনার, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পুলিন এজেন্ট ছাড়াও স্কুলের শিক্ষার্থীরা সেজেছিল পুলিশ। সকাল থেকেই স্কুলের ছাত্ররা সুশৃঙ্খলভাবে ভোট দিতে কেন্দ্রে ছুটে যান। বিভিন্ন পদের প্রার্থীরা নিজেদের নির্বাচিত করতে সহকর্মীদের প্রতি আকুতি জানান। ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন হাইদগাঁও ইউনিয়ন পরিষদের মেম্বার রেখা দাশ। হাইদগাঁও হেন্ডস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্মী দাশ জানিয়েছেন, স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। উৎসবমূখর পরিবেশে এবার তাদের স্কুলে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ১৯জন শিক্ষার্থী কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণ করেছে। ভোট গণনা শেষে বিজায়ীদের নাম ঘোষনা করা হবে।
×