ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংস্কৃতি সংবাদ

জাতীয় পিঠা উৎসব শুরু হচ্ছে আজ

প্রকাশিত: ১১:৩০, ২৩ ফেব্রুয়ারি ২০২০

জাতীয় পিঠা উৎসব শুরু হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার ॥ হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকার বাঙালীর অনন্য এক ঐতিহ্য বাহারি পিঠা। সময়ের ব্যবধানে আধুনিতার ধারায় অনন্য এই ঐতিহ্য থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে দেশের মানুষ। শহুরে মানুষদের বাঙালীর অনন্য এই ঐতিহ্যের সঙ্গে নিবিড় বন্ধনে আবদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদ প্রতি বছরের মতো এবারও আয়োজন করেছে ‘জাতীয় পিঠা উৎসব ২০২০’। রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আজ রবিবার বিকেল ৫টায় দশ দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি থাকবেন মঞ্চসারথি আতাউর রহমান, নাট্যজন রামেন্দু মজুমদার ও নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এ উপলক্ষে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলন হয় শনিবার দুপুরে। এতে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি ম. হামিদ। তিনি বলেন, আগে পিঠা ঘরে বানানো হতো, এখন বহিরেও বানিয়ে ঘরে এনে সবাই মিলে খাওয়া হয়। ঐতিহ্যের প্রবাহের ভিতর বাঙালী জাতির গর্বের বিষয় পিঠা। পিঠা উৎসবে আগতদের জন্য রুচিশীল পরিবেশ তৈরি করতে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন একাডেমির সচিব বদরুল আনম ভূঁইয়া, পরিচালক রফিকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদের সদস্যবৃন্দ। সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদ ১৪২৬’র সদস্য সচিব খন্দকার শাহ্ আলম। সংবাদ সম্মেলনে জানানো হয়, হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকার হিসেবে বর্তমান ও আগামী প্রজন্মকে নিজেদের কৃষ্টি, সংস্কৃতি এবং লোকায়ত শিল্পের প্রতি আকৃষ্ট করে তোলার লক্ষ্যেই ২০০৮ সাল থেকে আয়োজিত হয়ে আসছে জাতীয় পিঠা উৎসব। এবার প্রথমবারের মতো জাতীয় পিঠা উৎসব ১৮ থেকে ২১ জানুয়ারি সিলেটে এবং ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি রাজশাহীতে আয়োজিত হয়েছে। প্রত্যাশা করছি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আগামী চতুর্দশ জাতীয় পিঠা উৎসব দেশের সকল বিভাগীয় শহরে আয়োজন করা হবে। এবারের উৎসবে প্রায় ৫০টির মতো স্টলে দেশের বিভিন্ন অঞ্চলের পিঠাশিল্পীগণ প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত রকমারি পিঠার পসরা সাজিয়ে বসবেন শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। চল্লিশটির মতো জেলার নানান রকমের বৈচিত্র্যময় স্বাদের বাহারি পিঠা ভোজন রশিকদের রসনায় জোগাবে ব্যতিক্রমী আনন্দ। আশা করি এবারের উৎসবে প্রায় ২০০ রকমের পিঠা উপস্থাপন করবেন পিঠাশিল্পীগণ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন উৎসব উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার শাহ্ আলম। বক্তব্য রাখবেন উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি ম. হামিদ। জাতীয় পিঠা উৎসব আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছে সংস্কৃতি মন্ত্রণালয় ও স্কয়ার ফুড এ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেড।
×