ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জীবন প্রদীপ নিভে যাবে জ্বলবে শুধু মঙ্গলপ্রদীপ : সমাজকল্যাণমন্ত্রী

প্রকাশিত: ০৯:১০, ২২ ফেব্রুয়ারি ২০২০

জীবন প্রদীপ নিভে যাবে জ্বলবে শুধু মঙ্গলপ্রদীপ : সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, আপনাদের সন্তানদেরকে বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। বই হল শান্তির প্রতীক। বই হলো সুন্দর ও ভবিষ্যৎ জীবন গড়ে তুলার একমাত্র হাতিয়ার। জীবন থেকে ধন সম্পদ সব কিছু হারিয়ে যেতে পারে। কিন্তু শুধু হারাবে না শিক্ষা। শিক্ষা মঙ্গলপ্রদীপ জ্বালায়, যা জীবনপ্রদীপ নিভে গেলেও জ্বলতে থাকে। আজকের বাংলাদেশ ৭১’র মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ। এখানে স্বাধীনতা বিরোধীদের ঠাঁই নেই। শুক্রবার, ২১ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টায় জেলার আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত দুইদিন ব্যাপী বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পলাশী ইউনিয়ন পরিষদ চত্বরে পলাশী ইউনিয়ন গণ গ্রন্থাগারের তত্বাবধানে, পলাশী ছাত্র ও যুব ঐক্য পরিষদ দুই দিনব্যাপী এই বইমেলা আয়োজন করে। মন্ত্রী আরও বলেন, পৃথিবীতে যা কিছু সুন্দর যা মঙ্গলকর তা কখনও থেমে থাকে না। জীবন প্রদীপ নিভে যাবে কিন্তু মঙ্গল প্রদীপ নিভে যাবে না। কর্ম ফল মানুষ কে চির জীবি করে রাখে। জাতির পিতা বঙ্গবন্ধু তার জীবনদশায় বাংলার মানুষের অধিকার, বঞ্চনা, শোষণ ও স্বাধীনতা নিয়ে সংগ্রাম করে গেছে। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হত না। তার কর্মের ফল আমরা স্বাধীন দেশের মানুষ ভোগ করছি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের প্রতিটি মানুষের হ্নদয়ের মনিকোটায় থাকবে। তিনি বলেন, বঙ্গবন্ধু, জাতীয় কবি নজরুল ও বিশ্বকবি রবীন্দ্রনাথের জীবনাদর্শ অনুসরন করতে হবে। শিশুদের পরামর্শ দিয়ে বলেন, শিশুদেরকে আলোকিত মানুষ করতে এসব মনীষির বিষয়ে সম্যক ধারণা থাকতে হবে। শিশুদের দেশ প্রেম শিখাতে হবে। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে সাড়ে সাত কোটি বাঙ্গালী ঐক্যবদ্ধ হয়ে দেখিয়ে দিয়েছে যে, বাঙ্গালী জাতি বীরের জাতি। দীর্ঘ ২১ বছর পর বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব হাতে নেওয়ার পর সকল ষড়যন্ত্র নস্যাৎ করেছেন। তিনি তার মেধা, শ্রম,মমত্ববোধ ও দেশ প্রেম দিয়ে একের পর এক অসম্ভবকে সম্ভব করেছেন। তিনি বাংলার মানুষকে বাংলাদেশ কে ভালবাসেন। দেশের জন্য দেশের মানুষের জন্য সর্বক্ষেত্রে তিনি সফলতা বয়ে এনেছেন। বেগম জিয়া প্রসঙ্গে বলেন, খালেদা জিয়ার জামিন এটা আইন আদালতের বিষয়। তার মুক্তি নিয়ে আন্দোলনের নামে সাধারণ মানুষের ক্ষতি করার চেষ্টা করা হলে সাধারণ মানুষ রুখে দেবে। আজকের বাংলাদেশ ৭১’র চেতনার বাংলাদেশ। এখানে স্বাধীনতা বিরোধীদের স্থান নেই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশী ইউনিয়ন গণ গ্রন্থাগারের সভাপতি সাইফুল ইসলাম। এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস, আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম, কালীগঞ্জ থানার ওসি আরজু মোঃ সাজ্জাদ ও পলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী। এসময় সমাজকল্যাণমন্ত্রী পলাশী ইউনিয়নে গুরুত্বপূর্ণ সকল কাঁচা রাস্তা পাকাকরনসহ যাবতীয় উন্নয়নের আশ্বাস প্রদান করেন। পাশাপাশি নৌকার পতাকাতলে সবাইকেসমবেত হওয়ার আহবান জানান।
×