ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে তুলার গোডাউন ও কারখানায় ভয়াবহ আগুন

প্রকাশিত: ০৭:৪৬, ২২ ফেব্রুয়ারি ২০২০

টঙ্গীতে তুলার গোডাউন ও কারখানায় ভয়াবহ আগুন

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ শনিবার দুপুরে টঙ্গীর মিলগেট নামা পাড়া জুট পল্লীর তুলার গেডাউনে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় কয়েক শ' তুলার কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ৫ জন আহত হয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমান কয়েক কোটি টাকা। পর পর চারটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের বিস্ফোরণ থেকে এই ভয়াবহ আগুনের ঘটনাটি ঘটে। প্রায় আধা বর্গ কিলোমিটারের মধ্যে গড়ে উঠা তুলার কাখানানা গুলো একে একে সব গুলো পুড়ে ছাই হয়ে গেছে। টঙ্গীসহ আশপাশের ১০ টি ফায়ার ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছিল। আগুনের বশাবহতা এতটই যে, পুরো আগুন নেভাতে রাত পার হয়ে যাবে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জনকণ্ঠকে জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জনকণ্ঠকে জানান, দুপুরের দিকে, মিলগেটের মন্নুর সামনের রাস্তার বৈদ্যুতিক ট্রান্সফরমার প্রথমে বিস্ফোরিত হয়। এর পর উত্তর দিকের আরো ৩ টি বৈদ্যুতিক ট্রান্সফরমার একে একে বিস্ফোরিত হলে এর নিচে থাকা তুলার কারখানা ওগোডাউন গুলোতে ট্রান্সফরমারের অগ্নিকুন্ডলী আছড়ে পড়ে। এতে এখানে থাকা শত শত তুলার গোডাউন ও কারখানায় আগুন ধরে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। পরে আগুনের ভয়াবহয় ঢাকার আশপাশের ফায়ার সার্ভিসের টিমদের ডেকে আনা হয়। ৭ ঘন্টা চেষ্টা করেও ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না। গাজীপুর জোনের ফায়ার সার্ভিসের মুখপত্র মানিকুজ্জামান সন্ধ্যায় জনকণ্ঠকে জানান, তুলার আগুন একদিকে নেভালে আরেক দিকে জ্বলে উঠছে। পুরোপুরি নেভাতে অনেক রাত হয়ে যাবে। এ দিকে আগুনে পুরে যাওয়া তুলার গোডাউন ও কারখানাগুলোর মালিকরা সর্বস্বান্ত হয়ে এখন তাঁরা দিশেহারা। আগুন লাগার স্হানে তাদেরকে কান্নাকাটি করতে দেখা গেছে।
×