ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টঙ্গীবাড়িতে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প

প্রকাশিত: ০৭:৪৫, ২২ ফেব্রুয়ারি ২০২০

টঙ্গীবাড়িতে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ির পাঁচগাঁওয়ে সহ্রাধিকার গ্রামবাসীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ দেয়া হয়েছে। শনিবার উপজেলার পাচঁগাও ইউনিয়ন আওয়ামী লীগ এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ আবু ইউসুফ ফকিরের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসক এই সেবা প্রদান করেন। চিকিৎসকদের মধ্যে ছিলেন ডা. মো. জাহাঙ্গীর আলম, ডা. মোস্তফা কামাল আরেফিন, ডা. মাহমুদ আসিফ রিফাত, ডা. মো. শহিদুল্লাহ, ডা. মাহবুব আলম, ডা. মো. ইমরান, ডা. অনামিকা দেব, ডা. অনিরুদ্ধ মন্ডল সুজন, ডা. লিটন দেবনাথ, ডা. মো. লুৎফর রহমান, ডা. নিলয় রঞ্জন রয়, ডা. হামিদুল ইসলাম। পাচঁগাও ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি গোলাম সারোয়ার নিরব ফকিরের সভাপত্বিতে তাঁর বাসভবনে এই আয়োজনটি হয়। চিকিৎস্যা ক্যাম্পটি উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার ভুতু। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ মোঃ আবু ইউসুফ ফকির। আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাসিমা আক্তার, পাঁচগাও ইউপি চেয়ারম্যান মিলেনুর রহমান, টঙ্গীবাড়ি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য কবির হালদার, অ্যাডভোকেট আবুল হাসনাথ সেন্টু, সাংবাদিক সামসুদ্দিন তুহিন ও এবাদুল হাসান।
×