ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনা নিয়ে আতঙ্ক না ছড়ানোর আহ্বান আইইডিসিআর পরিচালকের

প্রকাশিত: ০৫:৫৩, ২২ ফেব্রুয়ারি ২০২০

করোনা নিয়ে আতঙ্ক না ছড়ানোর আহ্বান আইইডিসিআর পরিচালকের

অনলাইন রিপোর্টার ॥ আবুধাবিতে একজন বাংলাদেশির শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গেছে। তবে বাংলাদেশে কোন করোনা ভাইরাস আক্রান্ত রোগী নেই। আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আজ শনিবার দুপুরে রাজধানীর মহাখালীতে করোনা ভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। তিনি জানিয়েছেন গত ১৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে মাঝ বয়সী ওই বাংলাদেশি উপসর্গ নিয়ে হাসপাতালে যান। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর গত ১৯ ফেব্রুয়ারি তার দেহে করোনাভাইরাস সনাক্ত করা হয়। আক্রান্ত বাংলাদেশি কখনো চীনে যাননি। তবে চীন থেকে আসা একজনের সংস্পর্শে আসার পর স্বাস্থ্য পরীক্ষায় তার শরীরে করোনার জীবানু সনাক্ত হয় বলে উল্লেখ করা হয় বিফ্রিংয়ে। এছাড়া সিঙ্গাপুরে আক্রান্ত পাঁচ বাংলাদেশি স্বাস্থ্যগত অবস্থা অপরিবর্তিত রয়েছে বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আইইডিসিআর পরিচালক যোগ করেন, বেনাপোলে করোনা রোগী পাওয়া গেছে বলে ফেসবুকে যে সংবাদটি ছড়িয়েছে সেটি গুজব। যাকে রোগী বলা হয়েছে তিনি সম্পূর্ণ সুস্থ। সংবাদ প্রচার বা মন্তব্য করার ক্ষেত্রে প্রতিটি নাগরিককে দায়িত্বশীল আচরণ করতে হবে।
×