ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আগামীকাল ১০০০ কোটি টাকা পরিশোধ করবে গ্রামীন ফোন

প্রকাশিত: ০৫:৪৯, ২২ ফেব্রুয়ারি ২০২০

আগামীকাল ১০০০ কোটি টাকা পরিশোধ করবে গ্রামীন ফোন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলায় একটি প্রবাদ বাক্য আছে। সেটি হলো- ঠেলার নাম বাবাজি'। সেই ঠেলা খেয়েই শেষ পর্যন্ত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) ১ হাজার কোটি টাকা পরিশোধ করার সিদ্ধান্ত নিবয়েছে গ্রামীণফোন। বৃহস্পতিবার আপীল বিভাগের নির্দেশের পর এ সিদ্ধান্ত নিতে হয়েছে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানটিকে। আগামীকাল রবিবার বিটিআরসিকে এই টাকা পরিশোধ করবে গ্রামীন ফোন। শুক্রবার এক বিবৃতিতে গ্রামীণফোন এ সিদ্ধান্ত জানায়। উল্লেখ্য, এর আগে বিটিআরসি জানায়, গ্রামীণফোনের কাছে নিরীক্ষা আপত্তির প্রায় ১২ হাজার কোটি টাকা পাওনা রয়েছে তাদের। এ টাকা আদায়ে কয়েক দফা চেষ্টা করার পর গ্রামীণফোনের লাইসেন্স বাতিলের নোটিশ পাঠায় বিটিআরসি। তবে বিটিআরসি'র এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় গ্রামীণফোন। এরইমধ্যে আদালতের বাইরে সমঝোতার বিভিন্ন চেষ্টা সফল না হওয়ায় গ্রামীনফোণের এক আবেদনের প্রেক্ষিতে বিটিআরসি'র নোটিশের ওপর দুই মাসের নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। পরে বিটিআরসি আপীল করলে আগামী ২৪ নভেম্বরের মধ্যে গ্রামীণফোনকে ২ হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ দেন আপীল বিভাগ । এরিমধ্যে অডিট আপত্তির দাবির বিষয়ে আলোচনা চালিয়ে যেতে বিটিআরসি'তে ১০০ কোটি টাকা জমা দিতে বুধবার (১৯ ফেব্রুয়ারি) গিয়েছিল গ্রামীণফোন। তবে তা ফিরিয়ে দেয় বিটিআরসি। উচ্চ আদালতের দুই হাজার কোটি টাকা দেওয়ার নির্দেশনার বিরুদ্ধে গ্রামীণফোনের করা রিভিউ আবেদনের শুনানি হয় বৃহস্পতিবার। শুনানি শেষে আদালত সোমবারের (২৪ ফেব্রুয়ারি) মধ্যে ১ হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ দেন গ্রামীণফোনকে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ এ দিনটি ধার্য করেন। আপীল বিভাগের এ নির্দেশের প্রেক্ষিতে রোববার ১ হাজার কোটি টাকা পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে গ্রামীণফোন।
×