ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বরিশালে শহীদ মিনার নির্মাণ প্রতিযোগিতা

প্রকাশিত: ০৩:৪২, ২২ ফেব্রুয়ারি ২০২০

বরিশালে শহীদ মিনার নির্মাণ প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বরিশালে ব্যতিক্রমধর্মী শহীদ মিনার নির্মাণ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে শুক্রবার রাতে পুরস্কার বিতরণ করা হয়েছে। একুশে ফেব্রুয়ারী উপলক্ষে নগরীর মূল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন রসুলপুর চরে ব্যতিক্রমধর্মী শহীদ মিনার নির্মাণ প্রতিযোগিতার আয়োজন করে আসছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, আর গত তিনবছর ধরে এ কাজে যুক্ত হয়েছে শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পাঠাগার। ওই চরের সুবিধা বঞ্চিত কয়েকশ’ শিশু কলাগাছ, কাঠের গুড়ি, ইট, মাটিসহ অন্যান্য সামগ্রী দিয়ে ৩০টি শহীদ মিনার নির্মান করে। তারা শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের নিয়ে সন্ধ্যায় পুরস্কার বিতরনী সভার আয়োজন করা হয়। যা চলে রাত পর্যন্ত। সভা শেষে সেরা ১০ শহীদ মিনার নির্মাণকারীকে পুরস্কার প্রদান করা হয়। স্থানীয়রা জানান, রসুলপুর চরে বিয়েসহ বেশকিছু অনুষ্ঠান রয়েছে যা খুব জাকজমকপূর্ণভাবে গ্রামীণ রীতিনীতিতে পালন করা হয়। তবে শহীদ মিনার তৈরির এ প্রতিযোগিতা যেমন চরের বাসিন্দাদের ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধাবোধ বাড়ায়, তেমনি শিশুদের জন্য এ আয়োজনটি হলেও অভিভাবকরাও এ কাজে সহায়তা করেন। পাশাপাশি চরের সব শিশুরাই গত কয়েকবছর ধরে এ আয়োজনে অংশগ্রহণ করছে। প্রতিযোগিতার অন্যতম পরিকল্পনাকারী ও পৃষ্ঠপোষক জেলা বাসদ’র সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী জানান, বরিশাল নগরীর প্রান কেন্দ্রে একুশের চেতনা নিয়ে অনেক আয়োজন করা হয়। কিন্তু রসুলপুর চরের সুবিধা বঞ্চিত শিশুরা এই চেতনার ছোঁয়া পায়না। তাদেরমধ্যে একুশের চেতনা সৃস্টির লক্ষ্যে এবং একুশ সম্পর্কে জানাতে রসুলপুরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমরা বিশ্বাস করছি এরমধ্যদিয়ে চরের শিশুদের দেশের প্রতি ভালোবাসা কিংবা দেশপ্রেম সৃস্টি হবে।
×