ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চা বিরতিতে জিম্বাবুয়ের স্কোর ৬০ ওভারে ৩ উইকেটে ১৫০

প্রকাশিত: ০৩:১৭, ২২ ফেব্রুয়ারি ২০২০

চা বিরতিতে জিম্বাবুয়ের স্কোর ৬০ ওভারে ৩ উইকেটে ১৫০

অনলাইন ডেস্ক ॥ বাংলাদেশের বিরুদদ্ধে মিরপুর টেস্টের প্রথম দিনে চা বিরতরি সময় জিম্বাবুয়ের স্কোর ৬০ ওভারে ৩ উইকেটে ১৫০। সকালে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিং নেয় জিম্বাবুয়ে। প্রথম সেশন কেটেছিল হতাশায়। তবে দ্বিতীয় সেশন খারাপ যায়নি বাংলাদেশের। লাঞ্চের পর ২ উইকেট তুলে নিয়ে চা বিরতি গেছে বাংলাদেশ। দুটো উইকেটই নিয়েছেন নাঈম হাসান। তার আগে দিনের শুরুতে আবু জায়েদের সাফল্যে এসেছিল প্রথম উইকেট। লাঞ্চ থেকে ঘুরে এসেও ছন্দ ধরে রেখেছিল জিম্বাবুয়ে। মাটি কামড়ে পড়ে থাক প্রিন্স মাসভাউরেকে নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে বাংলাদেশকে আগেই স্বস্তি এনে দেন নাঈম হাসান। প্রথম সেশনের পর এটি ছিল টাইগারদের বোলারদের দ্বিতীয় শিকার। জিম্বাবুয়ে ওপেনার সাজঘরে ফেরার আগে ১৫২ বলে ৯ চারে করেছেন ৬৪ রান। এরপর নিজের দ্বিতীয় শিকার ব্রেন্ডন টেইলরকে (১০) বোল্ড করেন নাঈম। চা বিরতির সময় ৬০ রানে অপরাজিত আর্ভিন, আর সিকান্দার রাজা অপরাজিত ৭ রানে।
×