ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় সরকারি মেডিক্যাল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০২:১৯, ২২ ফেব্রুয়ারি ২০২০

চুয়াডাঙ্গায় সরকারি মেডিক্যাল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ২৫০ শয্যা চালু ও সরকারিভাবে মেডিক্যাল কলেজ স্থাপনের দাবিতে ১ ঘন্টার মানববন্ধন কর্মসূচি পালন করেছে সর্বস্তরের জনসাধারণ । আজ শনিবার সকাল ৯টায় বড়বাজার শহীদ হাসান চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে চুয়াডাঙ্গা বিএমএর সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, ডা. মোস্তাকুর রহমান, ডা. আরাফাত মালিক, আব্দুল কাদের জগলূ ও ইবরুল হাসান জোয়ার্দ্দার বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত চুয়াডাঙ্গায় ২৫০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হলেও তা চালু করা হয়নি। অথচ, ১০০ শয্যার সদর হাসপাতালে রোগীদের চাপ সামলাতে ডাক্তারদের হিমশিম খেতে হয়। তাই, অবিলম্বে ২৫০ শয্যার হাসপাতাল চালু করে সরকারিভাবে মেডিকেল কলেজ স্থাপন করতে হবে।
×