ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গল্পের আপত্তিতে নিষিদ্ধ হলো আয়ুষ্মানের সিনেমা

প্রকাশিত: ০২:১৮, ২২ ফেব্রুয়ারি ২০২০

গল্পের আপত্তিতে নিষিদ্ধ হলো আয়ুষ্মানের সিনেমা

অনলাইন ডেস্ক ॥ একের পর এক সাফল্য জমা হচ্ছে আয়ুষ্মান খুরানার ঝুলিতে। হিট, সুপারহিট সব ছবি তিনি উপহার দিয়ে যাচ্ছেন সাদামাটা উপস্থাপনে। তার ভক্ত সংখ্যা যেমন বাড়ছে তেমনি বলিউডেও নিজের শক্ত অবস্থান গড়ে নিচ্ছেন তিনি। অমিতাভ বচ্চন, শাহরুখ খানের মতো তারকারাও আজকাল প্রকাশ্যেই আয়ুষ্মানের ভক্ত হিসেবে নিজেদের দাবি করছেন। এমনি সময়ে বেশ বিতর্কের মুখে পড়ে গেল এই অভিনেতার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘শুভ মঙ্গল জাদা সাবধান’। সমকামিতার গল্পে নির্মিত এই চলচ্চিত্রে আয়ুষ্মান খুরানা ও জিতেন্দ্র’র মধ্যে চুম্বনের দৃশ্য রয়েছে। সেই দৃশ্য নিয়ে তৈরি হয়েছে ঝামেলা। ছবিটি বলিউসহ বিশ্বের নানা দেশে বেশ সাফল্যের সঙ্গেই চলছে। সমস্যা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে- আরবের কিছু দেশে। যেখানে দুই পুরুষের চুম্বন মেনে নিচ্ছে না সেন্সর বোর্ড। সেই আপত্তির মুখে চুম্বনের দৃশ্যটি বাদ দিতে প্রস্তুত ছিলেন প্রযোজকরা। কিন্তু তাতেও আপত্তি কাটছে না। জানা গেছে, শুধু দুই পুরুষের চুম্বন নয়, সিনেমাটির গল্পেই আপত্তি তুলেছে সংযুক্ত আরব আমিরাত এবং দুবাই। যার ফলে সেখানে নিষিদ্ধ করা হয়েছে এই সিনেমার প্রদর্শনী। সেন্সর বোর্ড পরিষ্কার জানিয়ে দিয়েছে এখানে এই সিনেমা মুক্তি পাবেনা। প্রযোজকরা তাদের জানিয়েছিলেন যদি ২ জন পুরুষের মধ্যে চুম্বনের দৃশ্য নিয়ে তাদের আপত্তি থাকে তাহলে তারা তা বাদ দিয়ে প্রদর্শনে প্রস্তুত। কিন্তু তাতেও না করে দিয়েছে ইউএই প্রশাসন। ইউএই জানিয়ে দিয়েছে তাদের আপত্তি কোনো একটা দৃশ্যে ২ পুরুষের চুম্বন নিয়ে নয়, তাদের আপত্তি পুরো সিনেমার বিষয়বস্তু নিয়ে। যেখানে সমকামিতাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। এ ধরনের বিষয় প্রদর্শন তাদের দেশে নিষিদ্ধ। ‘শুভ মঙ্গল জাদা সাবধান’ সিনেমাটি তৈরি হয়েছে ২ পুরুষের ভালবাসাকে সামনে রেখে। ছোট্ট শহরের ২ যুবকের প্রেম এই সিনেমায় হাসির মোড়কে উপস্থিত। প্রসঙ্গত, বিশ্ব জুড়েই নানা দেশে সমকামিতা ও সমকামী বিবাহকে আইনি বৈধতা দেওয়া হয়েছে। বিষয়বস্তুটি সে অর্থে যথেষ্ট প্রাসঙ্গিক। তবে মধ্যপ্রাচ্যে এই বিষয়টি গুরুতর অপরাধ। তাই সেখানে আয়ুষ্মানের প্রচুর ভক্ত থাকা সত্বেও তার নতুন ছবিটি মুক্তি পাচ্ছে না।
×