ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এখনও আতঙ্ক কাটেনি

প্রকাশিত: ১০:২২, ২২ ফেব্রুয়ারি ২০২০

 এখনও আতঙ্ক কাটেনি

অস্ট্রেলিয়ার দাবানলে কয়েক লাখ বন্যপ্রাণী ইতোমধ্যেই মারা গেছে। আগুন নেভার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সেখানকার পরিস্থিতি। দাবানলের হাত থেকে উদ্ধার হওয়া প্রাণীগুলোকে আবার ফিরিয়ে দেয়া হচ্ছে তাদের স্বাভাবিক বাসস্থানে। আর তারাও নিজেদের মতো করে নতুনভাবে ‘ঘর’ বেছে নিচ্ছে। এমনই ভিডিও শেয়ার হচ্ছে সামাজিক মাধ্যমে। তারই এক ভিডিও ছড়িয়ে পড়েছে। ফেসবুকের সাদার্ন কোয়ালা রেসকিউ নামে একটি পেজ থেকে আপলোড হওয়া ভিডিওতে দেখা গেছে, উদ্ধার হওয়া একটি কোয়ালাকে ইউক্যালিপটাসের জঙ্গলে ছেড়ে দেয়া হচ্ছে। মাটির রাস্তা দিয়ে কোয়ালাটি হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছে গাছের সারির দিকে। এবার তার নতুন করে ঘর খুঁজে নেয়ার পালা। সে কাজ কোয়ালাটি কিছু সময় নিয়ে ধীরে সুস্থে করতে চাচ্ছে। তাই একটার পর একটা গাছের কাছে গিয়ে নিজের মতো পরীক্ষা করছিল, সেটি তার জন্য উপযুক্ত বাসস্থান হবে কিনা। বেশ কয়েকটি গাছ দেখার পর, শেষ পর্যন্ত একটি গাছ তার পছন্দও হয়। ধীরে ধীরে গাছটিতে উঠে পড়ে সে। -গার্ডিয়ান
×