ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রিপনের নেতৃত্বে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

প্রকাশিত: ০৬:৩৩, ২১ ফেব্রুয়ারি ২০২০

রিপনের নেতৃত্বে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

স্টাফ রিপোর্টার ॥ আজ মহান একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মহান একুশে ফেব্রুয়ারির ভাষা শহীদদের স্বরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক তারিক সাঈদের নেতৃত্বে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান দলীয় নেতাকর্মীরা। শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণের জন্য শুক্রবার সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে নামে মানুষের ঢল। শহীদ মিনার বেদিতে ফুল দিয়ে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন বলেন, ‘১৯৫২ সালের এই দিনে মায়ের ভাষায় কথা বলার অধিকার রক্ষায় বন্দুকের সামনে বুক পেতে দিয়েছিল বাঙালী। সেই ভাষা আন্দোলনের পথ ধরেই ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীন হয়েছিল। তাই ভাষা শহীদদের সম্মান জানানো আমাদের কর্তব্য।’ গত বছরের নবেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুদ্ধি অভিযানের মাধ্যমে মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পান কামরুল হাসান রিপন। তারপর থেকেই নিষ্ঠার সাথে কৌশলগত দক্ষতায় স্বেচ্ছাসেবক লীগকে নেতৃত্ব দিয়ে আসছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক এই সভাপতি। গত তিন মাস দায়িত্ব পালনের পর ইতোমধ্যেই আওয়ামী লীগের অন্যতম সহযোগী এই সংগঠনের একটা ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কামরুল হাসান রিপন।
×