ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে নৌকা ডুবিতে নিখোঁজ ৩ জনের ২দিনেও হদিস মেলেনি

প্রকাশিত: ০৩:৫৮, ২১ ফেব্রুয়ারি ২০২০

বাঁশখালীতে নৌকা ডুবিতে নিখোঁজ ৩ জনের ২দিনেও হদিস মেলেনি

নিজম্ব সংবাদদাতা,বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলা হতে কুতুবদিয়া দরবারে বার্ষিক ওরশ শরীফ যাওয়ার পথে গন্ডামারা খাটখালী সাগর মোহনায় ফিশিং ট্রলার ডুবির ঘটনায় এখনো পর্যন্ত নিখোঁজ ৩ জনের হদিস মেলেনি। আজ শুক্রবার বিকাল ৩টায় এরিপোর্ট লেখা পর্যন্ত বঙ্গোপসাগরের খাটখালী মোহনা সহ আশপাশের সাগর এলাকায় স্থানীয় মাঝিমাল্লাদের নিয়ে ৩ থেকে ৪টি ফিশিং বোট উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে বুধবার পৃথক ২টি ফিশিং ট্রলার ডুবিতে ৪ জনের মৃত্যু ও অর্ধ শতাধিক আহতের ঘটনায় নিহত ও আহতের পরিবারের মাঝে চলছে আহাজারি। নিঁেখাজ ও মৃত পরিবারের ও স্বজনদের কান্নায় খানখানাবাদ ও কাথরিয়া ইউপিসহ বিভিন্ন এলাকার পরিবেশ ভারী হয়ে উঠছে। নিখোঁজ বিষয়ে বাঁশখালী থানায় বৃহস্পতিবার খানখানাবাদের স্কুল ছাত্র মো. আরমানের চাচাত ভাই মো.নুরুল আমিন বাদী হয়ে নিখোঁজ ডায়েরী দায়ের করেন। নৌকা ডুবিতে নিখোঁজ ৩জন হলেন- খানখানবাদ ইউপির ৬নং ওয়ার্ডের ডোংরা গ্রামের মো.লেদু মিয়া (৫২) ও হাসান শরীফের পুত্র স্কুল পড়–য়া ছাত্র মো. আরমান (১৬) ও একই ইউপির কদম রসুল গ্রামের মো. জালাল উদ্দীন (৫৫) নামের অপর ব্যক্তি। উল্লেখ্য গত বুধবার (১৯ ফেব্রুয়ারী) কাথরিয়া থেকে সকাল ৯টায় ও খানখানা বাদ থেকে সকাল ১০ টায় কুতুবদিয়ার দরবারের উদ্দেশ্যে বোট দুটি রওনা দেন। ১১টার দিকে কাথরিয়া জলকদর খালে ও গন্ডামারার খাটখালী মোহনায় সংগঠিত পৃথক ট্রলার ডুবির ঘটনা দুটি ঘটে। ট্রলার ডুবির ঘটনায় ৪জনের মৃত্যু ও অর্ধশতাধিক আহতের ঘটনা ঘটেছিল। তাছাড়া নিখোঁজ ছিল ৩ জন। নিখোঁজদের সন্ধানে স্থানীয়ভাবে উদ্ধার কাজ চালাচ্ছেন তাদের পরিবার ও আত্মীয় স্বজন।
×