ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কলকাতা থেকে ঢাকায় ১৬ জনের দল

প্রকাশিত: ০২:২৯, ২১ ফেব্রুয়ারি ২০২০

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কলকাতা থেকে ঢাকায় ১৬ জনের দল

অনলাইন ডেস্ক ॥ অষ্টমবারের মতো কলকাতা থেকে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন। সৌরজিৎ রায় ও তার দল । তাদের কোমরে ছিলো ব্যাগ, কপালে লেখা ২১ ফেব্রুয়ারি, সবার হাতে ভারতের পতাকা— এভাবেই ‘জয় বাংলা-বাংলার জয়’ গেয়ে গেয়ে এসেছেন তরা সবাই্ এসেছেন বাংলাদেশে । আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তারা শহীদ মিনারে এসে পৌঁছান এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ মিনারে প্রবেশের আগে তারা ফুল হাতে ‘ভাষার জয়’ বলে স্লোগান দেন। এসময় তারা ‘জয় বাংলা-বাংলার জয়’ গানটি গাইতে থাকেন। এছাড়া, ‘আমি বাংলায় গান গাই’-সহ কয়েকটি দেশাত্মবোধক গানও গায় সৌরজিৎ রায়ের দল। এসময় ‘জয় বাংলা’, ‘জয় হিন্দ’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘জয় বিদ্যাসাগর’ স্লোগান দেন তারা। কলকাতা থেকে সাইকেল চালিয়ে বাংলাদেশের দর্শনীয় স্থান ভ্রমণ করতে করতে ঢাকায় এসেছে সৌরজিৎ রায়ের দল। প্রায় ৪৫০ কিলোমিটিার পথ পাড়ি দিয়ে তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন। ভারতের ট্যুর সংস্থা ‘১০০ মাইলসের’ উদ্যোগে তাদের এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসার ঘটনা আট বছর ধরে চলে আসছে। ২০১২ সাল থেকে তারা নিয়মিত বাংলাদেশে আসছেন এবং শহীদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি ঘুরে দেখছেন বাংলাদেশের স্মৃতি বিজড়িত স্থানগুলো। এবছর ১৪ ফেব্রুয়ারি কলকাতায় বিদ্যাসাগরের বাড়ি থেকে শুরু হয় তাদের এই ভারত-বাংলাদেশ মৈত্রী বন্ধন সাইকেল র্যালি। ‘বাংলা কখনও হয় না ভাগ, বাংলা ভাষায় আমরা এক’– এই স্লোগানকে বুকে ধারণ করেই আমাদের এই যাত্রা উল্লেখ করে দলটি। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার ১৬ জনের একটি দল সাইকেল চালিয়ে ঢাকায় এসেছেন। দলের সদস্যরা জানান, ‘ভাষাসূত্র’ নামে আমাদের একটা প্রকল্প আছে। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-তে আমরা কলকাতা থেকে শুরু করি। আমরা ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে শেষ করি। ২০ ফেব্রুয়ারি সাইকেল চালিয়ে ঢাকায় প্রবেশ করি। কিন্তু প্রতিবারেই আমরা রুট পাল্টাই।থিম অনুযায়ী আমরা রুট ঠিক করি। এবছর আমরা উৎসর্গ করেছি বিদ্যাসাগর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এজন্য এবার র্যালিটি অন্যরকম হয়েছে।
×