ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতির সঙ্গে জাম্বিয়ার আর্মি কমান্ডারের সাক্ষাত

প্রকাশিত: ১২:২৪, ২১ ফেব্রুয়ারি ২০২০

রাষ্ট্রপতির সঙ্গে  জাম্বিয়ার আর্মি  কমান্ডারের  সাক্ষাত

জনকণ্ঠ ডেস্ক ॥ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে জাম্বিয়ার আর্মি কমান্ডার লে. জেনারেল উইলিয়াম মনিপাম্বার সিকাজওয়া বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে সৌজন্য সাক্ষাত করেছেন। বৈঠকে রাষ্ট্রপতি বাংলাদেশ ও জাম্বিয়া সেনা সদস্যদের যৌথ মহড়া করার জন্য সম্ভাব্যতা যাচাইয়ের ওপর জোর দিয়েছেন, যা দুদেশের সেনা সদস্যদের মধ্যে সম্পর্ক জোরদারে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখতে পারে। রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদিন বৈঠকের পরে এ কথা জানিয়েছেন। খবর বাসসর। রাষ্ট্রপতি বলেন, এই যৌথ মহড়া পেশাগত দক্ষতা এবং অভিজ্ঞতা বাড়াতেও সহায়তা করবে। ন্যাশনাল ডিফেন্স কলেজের পাশাপাশি ডিফেন্স সার্ভিসেস ও স্টাফ কলেজের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সেনা কর্মকর্তারা এখান থেকে উন্নত পেশাগত প্রশিক্ষণের সুযোগগুলো গ্রহণ করতে পারবেন। জাম্বিয়ান জেনারেল রাষ্ট্রপতিকে বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে তার সফর, বাংলাদেশ সেনাপ্রধান এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক সম্পর্কে অবহিত করেন। তিনি রাষ্ট্রপতিকে বলেন, বাংলাদেশে প্রশিক্ষিত হয়ে তাদের সামরিক কর্মকর্তারা অসামান্য দক্ষতার সঙ্গে নিজ নিজ কার্যালয়ে পেশাদার দক্ষতার স্বাক্ষর রাখছেন। সেনাবাহিনী কমান্ডার আশা প্রকাশ করেন, আগামী দিনে দুই দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে। এ সময় রাষ্ট্রপতির সচিবগণসহ অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তুরস্ক ও অস্ট্রেলিয়ার দূতের পরিচয়পত্র পেশ ॥ বাংলাদেশে নিযুক্ত তুরস্কের আবাসিক রাষ্ট্রদূত এবং অস্ট্রেলিয়ার হাইকমিশনার বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের কাছে পৃথকভাবে তাদের পরিচয়পত্র পেশ করেছেন। দূতদ্বয় হলেন তুরস্কের মুস্তফা ওসমান তুরান এবং অস্ট্রেলিয়ার জেরেমি ক্রিস্টোফার কুর্টনায় ব্রুয়ার। রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রপতি দূতদের স্বাগত জানিয়ে ঢাকায় তাদের স্ব স্ব দায়িত্ব পালনকালে দেশ দুটির সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন। এর আগে তারা বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি অশ্বারোহী চৌকস দল দূতদের গার্ড অব অনার প্রদান করে।
×