ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাউথইস্ট ভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ১০:৪০, ২১ ফেব্রুয়ারি ২০২০

 সাউথইস্ট ভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ সাউথইস্ট ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছে আপীল বিভাগ। বাংলাদেশ বার কাউন্সিল ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিষেধাজ্ঞা অমান্য করে আইন বিভাগে প্রতি সেমিস্টারে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করায় এই জরিমানা করা হয়েছে। এদিকে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক মোঃ দুরুল হুদার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে ঘুষ নেয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক খন্দকার এনামুল বাছিরকে কেন পদোন্নতি দেয়া হবে না, তা জানতে চেয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশগুলো প্রদান করেছে। সাউথইস্ট ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছে আপীল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপীল বেঞ্চ এ আদেশ দেয়। বার কাউন্সিলকে ১০ লাখ টাকা দেয়া সাপেক্ষে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবেন। জরিমানার টাকা বার কাউন্সিলে জমা দিতে বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি চেয়ারম্যান এবং উপাচার্যকে নির্দেশ দেয়া হয়েছে। তবে এই জরিমানার টাকা কোনভাবেই যেন শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা না হয় সেজন্য তাদের সতর্ক করা হয়েছে। আদালতে বার কাউন্সিলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান। শিক্ষার্থীদের পক্ষে ছিলেন আইনজীবী আশিক আল জলিল। এলএলবি প্রোগ্রামে প্রতি সেমিস্টারে সর্বোচ্চ ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করানো যাবে না, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এমন বিধান রয়েছে। কিন্তু বার কাউন্সিলের পরীক্ষায় অংশ নেয়ার জন্য ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আবেদন করেন। কিন্তু তাদের ৫০ জনের বেশি নিতে রাজি হয়নি বার কাউন্সিল। এরপর ৮৬ শিক্ষার্থী হাইকোর্টে রিট করেন।
×