ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনাভাইরাসে এবার প্রাণ গেল দঃ কোরিয়ায়

প্রকাশিত: ১০:০৫, ২১ ফেব্রুয়ারি ২০২০

 করোনাভাইরাসে  এবার প্রাণ গেল  দঃ কোরিয়ায়

জনকণ্ঠ ডেস্ক ॥ চীনের হুবেই প্রদেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের ৩০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে এবার দক্ষিণ কোরিয়ায় একজনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা আক্রান্ত প্রথম এক ব্যক্তির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। এছাড়া নতুন করে আরও ২২ জনকে করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত করায় দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৪ জনে। খবর এএফপি ও সাউথ চায়না মর্নিং পোস্টের। কোরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এ্যান্ড প্রিভেনশনের এক বিবৃতিতে বলা হয়েছে, ওই ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলমান রয়েছে। তবে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্তদের বেশিরভাগই দায়েগু শহরের। এই শহরের করোনা আক্রান্ত এক নারী একটি গির্জায় সমাবেশে অংশ নিয়েছিলেন। তারপর থেকে সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। (পূর্ববর্তী খবর ৫ এর পাতায়..)।
×