ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিরুলিয়ায় তুরাগ নদী দখল উচ্ছেদে দফায় দফায় বাধা

প্রকাশিত: ০৯:০৪, ২০ ফেব্রুয়ারি ২০২০

বিরুলিয়ায় তুরাগ নদী দখল উচ্ছেদে দফায় দফায় বাধা

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ টঙ্গী তুরাগ নদীর দুই পাড় ঘেষে গড়ে উঠা ঘরবাড়ি, হাটবাজার ও বিভিন্ন প্রতিষ্ঠান উচ্ছেদ করতে গেলে প্রচন্ড বাধার মুখে পড়ে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। তুরাগ নদীর বিরুলিয়া অংশে বৃহস্পতিবার তৃতীয় বারের শেষ দিনে দিনব্যাপী বাধা দেয়ার এ ঘটনা ঘটেছে। স্হানীয় প্রভাবশালীরা এ উচ্ছেদে বাধা দেয় বলে অভিযোগ করা হয়েছে। তুরাগ পাড় দখলে থাকা স্হানীয়দের অভিযোগ তাঁরা নদীর সীমানা বাদ দিয়ে স্হাপনা করেছেন। মাপজোখ না দিয়ে হঠাৎ করেই বিআইডব্লিউটিএ তাদের এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে। উচ্ছেদে স্হানীয়দের বাধার কারনে অভিযান শুরুর ১ ঘন্টার মধ্যে উচ্ছেদ বন্ধ করে দেয়া হয়। আবার দুপুরের দিকে উচ্ছেদ অভিযান শুরু হলে ১০ মিনিটের মধ্যে তা আবার বন্ধ করে দেয়া হয়। এর আগে আশুলিয়া ল্যান্ডিং স্টেশন এলাকা থেকে শুরু করে বিরুলিয়া পর্যন্ত দুটি বালুর গদিসহ প্রায় ১০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উল্লেখ করা যেতে পারে, গত ২৯ জানুয়ারি ২০১৯ থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযানে তুরাগ নদীর দুই পাড়ে বিপুল সংখ্যক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
×