ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খালেদার মুক্তির দাবিতে গণআন্দোলন শুরু হতে আর দেরি নয় : রিজভী

প্রকাশিত: ০৮:০১, ২০ ফেব্রুয়ারি ২০২০

খালেদার মুক্তির দাবিতে গণআন্দোলন শুরু হতে আর দেরি নয় : রিজভী

স্টাফ রিপোর্টার ॥ কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণআন্দোলন শুরু হতে আর বেশি দেরি নয় বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা জানান। রিজভী বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে দুই কারণে বন্দী করা হয়েছে। একটি কারণ, খালেদা জিয়ার জনপ্রিয়তা। আরেকটি কারণ, তিনি যদি বাইরে থাকেন তাহলে তাহলে সরকারের লোকজন যে লুটপাট চালাচ্ছে তা করতে দেবেন না। রিজভী বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি বলেন, এ সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্রের অধিকার ফিরে পাওয়া সম্বব নয়। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তির মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে আসবে, মানুষের ব্যক্তিস্বাধীনতা ফিরে আসবে। দেশে যে গুম-খুনের আতঙ্ক বিরাজ করছে, সেই ভয়াল পরিস্থিতি থেকে মানুষ মুক্তি পাবে। মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাাদক গোলাম মাওলা শাহিন, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান, ডা. জাহিদুল কবির প্রমুখ।
×