ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কেশবপুরে যুবলীগ নেতাকে মারপিটের ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ৩

প্রকাশিত: ০৬:২৭, ২০ ফেব্রুয়ারি ২০২০

কেশবপুরে যুবলীগ নেতাকে মারপিটের ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা,  আটক ৩

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর ॥ কেশবপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সাঈদ লাভলুকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগে উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়কসহ ১৫ নেতাকর্মীর নামে থানায় মামলা হয়েছে। বুধবার রাতে যুবলীগ নেতা লাভলুর ভাই উপজেলার হদ গ্রামের নাজমুল হুসাইন বাদি হয়ে মামলাটি করেছেন। পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, যশোর- ৬ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহীন চাকলাদারের কেশবপুরে আগমন উপলক্ষে কর্মী সমাবেশের পূর্ব প্রস্তুতি সভায় যোগাদনের জন্য ১৮ ফেব্রুয়ারী বিকেলে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সাঈদ লাভলু কেশবপুরে আসেন। সভা শেষে সন্ধ্যা পৌনে ৬ টার দিকে মোটর সাইকেলযোগে লাভলু বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে কেশবপুর পৌরসভার সামনে গেলে পূর্ব শত্রুতার জের ধরে যুবলীগের ২০ থেকে ২২ জন নেতাকর্মী তার গতিরোধের চেষ্টা করে ধাওয়া করে। এ সময় আত্নরক্ষার্থে সে শহরের ডাকবাংলো সড়ক দিয়ে পালানোর চেষ্টা করলে এক পর্যায়ে তাকে ধরে এলোপাথাড়ি পিটিয়ে ও লাথি-গুতা মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। এতে সে জ্ঞান হারিয়ে ফেলে। মুমূর্ষূ অবস্থায় এলাকাবাসি তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। বুধবার এ ঘটনায় ওই যুবলীগ নেতার ভাই নাজমুল হুসাইন বাদি হয়ে উপজেলা যুবলীগের সাবেক যুগ্মআহবায়ক সাহারিয়ার রহমান সান্টুসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন যার নং ১০। থানা পুলিশ অভিযান চালিয়ে পৌর এলাকার বালিয়াডাঙ্গার সারাফাত হোসেন সোহান, হদ গ্রামের আবদূল করিম ওরফে ডালিম ও পাঁজিয়া গ্রামের হাবিবুর রহমানকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। কেশবপুর থানার ওসি মোহাম্মদ আবু সাঈদ বলেন, এই মামলায় এজাহার নামীয় আসামী ৩ জনকে আটক করে যশোর আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।
×