ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কন্টেইনারের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ১৮

প্রকাশিত: ২২:৫৪, ২০ ফেব্রুয়ারি ২০২০

কন্টেইনারের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ১৮

অনলাইন ডেস্ক ॥ ভারতের তামিলনাড়ুতে বিপরীত দিক থেকে আসা ট্রাক থেকে গড়িয়ে পড়া কন্টেইনারের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কিছু যাত্রী। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজ্যের কোয়েম্বাতোরের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে সংবাদমাধ্যম বলেছে, দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে। পুলিশ জানায়, কেরালা সরকার পরিচালিত ৪৮ যাত্রীবাহী বাসটি জাতীয় মহাসড়ক ধরে এরোদ শহরে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক থেকে কন্টেইনার গড়িয়ে রাস্তায় পড়লে সেটির সঙ্গে ওই দ্রুতগামী বাসটির সংঘর্ষ হয়। সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজ ও ছবিতে দেখা যায়, ড্রাইভারের আসনসহ সাদা রঙা বাসটির ডান পাশ পুরোপুরি চূর্ণ হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুতগতিতে ট্রাকটি চলার সময় এর একটি টায়ার ফেটে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখনই ওই কন্টেইনার রাস্তায় পড়ে এবং দ্রুতগামী বাসের সামনে এসে পড়লে দুর্ঘটনাটি ঘটে।
×