ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পণ্যের মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ১৩:১৪, ২০ ফেব্রুয়ারি ২০২০

পণ্যের  মূল্যতালিকা না  থাকায় চার  প্রতিষ্ঠানকে  জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ ভোক্তা অধিকার আইন অনুযায়ী পণ্যের মূল্য তালিকা না থাকায় আদা, রসুন ও পেঁয়াজের চার বিক্রেতাকে জরিমানা করেছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে, সন্ধান ট্রেডার্স, সাবর ট্রেডার্স, মদিনা ট্রেডার্স এবং মেসার্স জয়নাল ট্রেডার্স। বুধবার রাজধানীর বাড্ডা এলাকায় অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম অভিযান চালায়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল জানান, দুপুরে বাড্ডা এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এতে অনেক প্রতিষ্ঠানে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী প্রতিষ্ঠানগুলো সহজে দৃশ্যমান কোন স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করার বিধান মানছে না। তাই পণ্যের মূল্য তালিকা না থাকায় আদা, রসুন, পেঁয়াজ বিক্রি করছে-এ রকম চার প্রতিষ্ঠানকে ভোক্তা আইনের ৩৮ ধারা অনুযায়ী জরিমানা করা হয়েছে। এ সময় ওই চার প্রতিষ্ঠানের প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। এদিকে একই এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ফ্রিজে অস্বাস্থ্যকর পন্থায় কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার খোলা অবস্থায় রাখা ও বাসি খাবার বিক্রির অপরাধে চন্দ্রপুরী হোটেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা আইনের ৩৮ ধারায় বলা হয়েছে, কোন ব্যক্তি কোন আইন বা বিধি দ্বারা আরোপিত বাধ্যবাধকতা অমান্য করে তার দোকান বা প্রতিষ্ঠানের সহজে দৃশ্যমান কোন স্থানে পণ্যের মূল্য তালিকা লটকিয়ে প্রদর্শন না করে থাকলে তিনি অনূর্ধ এক বছর কারাদণ্ড অথবা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা। ৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইর মামলা ॥ ভেরিফিকেশন সনদবিহীন পণ্য বিক্রি এবং ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা জেলার মিরপুর-১ নং এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বুধবার ঢাকা মহানগরীর মিরপুর-১ নং এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’ অনুযায়ী দক্ষিণ পাইকপাড়ায় অবস্থিত অনন্ত ব্রেড এ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি পণ্য মোড়কজাতকরণ সনদ ব্যতীত পণ্য বাজারজাত করায় ২৫ হাজার টাকা, একই এলাকায় অবস্থিত আরাফাত বেকারি পণ্য মোড়কজাতকরণ সনদ ব্যতীত পণ্য বাজারজাত করায় ২৫ হাজার টাকা এবং দক্ষিণ বিশিল এলাকার কোয়ালিটি ব্রেড এ্যান্ড ফুড প্রোডাক্টস পণ্য মোড়কজাতকরণ সনদ ব্যতীত পণ্য বাজারজাতকরণ ও ওজনে কারচুপি করায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে সংস্থাটির পরিদর্শক মোঃ ছানোয়ার ও রঞ্জিত মল্লিক অংশগ্রহণ করেন।
×