ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাজমুল হুদার বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ১৩:০১, ২০ ফেব্রুয়ারি ২০২০

   নাজমুল হুদার  বিরুদ্ধে  দুদকের  মামলা

স্টাফ রিপোর্টার ॥ সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে ঘুষ চাওয়ার মিথ্যা অভিযোগ করায় ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের ঢাকা-১ এর সমন্বিত জেলা কার্যালয়ে বুধবার পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন। এজাহারে বলা হয়, ব্যারিস্টার নাজমুল হুদা বিজ্ঞ আদালত ও প্রাক্তন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ভাবমূর্তি ক্ষুণœ করার উদ্দেশ্যে শাহবাগ থানায় ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর মামলা করেন। এজন্য দুদক আইন-২০০৪ এর ২৮গ (২) ধারায় নাজমুল হুদার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ ব্যাপারে দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত জানান, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে ঘুষ চাওয়ার মামলা তদন্ত করে দেখা গেছে মামলাটির তথ্য সঠিক নয়, ভিত্তিহীন।
×