ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাত্রী চেয়ে অভিনব বিজ্ঞাপন

প্রকাশিত: ১১:০৮, ২০ ফেব্রুয়ারি ২০২০

 পাত্রী চেয়ে অভিনব  বিজ্ঞাপন

সাধারণত পত্রিকায় পাত্র-পাত্রী চাই বিভাগের বিজ্ঞাপনে দুই পক্ষেরই বিভিন্ন চাহিদার কথা উল্লেখ থাকে। যেখানে দেখা যায়, পাত্রীকে হতে হবে সুন্দরী, শিক্ষিতা, রুচিশীল ও সংসারের কাজে দক্ষ এ ধরনের শর্তের কথা লেখা থাকে। আর পাত্র হলে সরকারী চাকরি, ভদ্র, সভ্য ও রুচিশীল চাই। সম্প্রতি পাত্রী চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন ভারতের এক বেকার দাঁতের চিকিৎসক। তাতে তিনি কট্টর দেশপ্রেমী পাত্রী চেয়েছেন। একটি পত্রিকার পাত্রী চাই বিভাগে তার এই বিজ্ঞাপন ছাপা হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। ওই বিজ্ঞাপনদাতা পাত্রের নাম ডাঃ অভিনব কুমার (৩১)। বিজ্ঞাপনে তিনি লিখেছেন ফর্সা, সুন্দরী, সৎ, নির্ভরশীলা, প্রেমময়ী, যত্নশীলা, সাহসিনী, শক্তিধারী ও ধনবতী বউ খুঁজছি। তার চাহিদা এখানেই শেষ হয়নি। তিনি লিখেছেন, পাত্রীকে অবশ্যই কট্টর দেশপ্রেমিক হতে হবে। পাত্রীকে প্রয়োজনে দেশের সেনাবাহিনীতে যোগ দিতে পারা এবং ক্রীড়া ক্ষেত্রে যোগদানের মতো প্রতিভা থাকতে হবে। -এনডিটিভি
×