ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লন্ডনের রামসগেট শহরের মেয়র

মানিকগঞ্জের মেয়ে রওশনারা নিজ গ্রামে সংবর্ধিত

প্রকাশিত: ১১:০৫, ২০ ফেব্রুয়ারি ২০২০

 মানিকগঞ্জের মেয়ে রওশনারা নিজ  গ্রামে সংবর্ধিত

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি ॥ লন্ডনের রামসগেট শহরের মেয়র রওশনারা রহমান (দুলন) বুধবার নিজ গ্রাম মানিকগঞ্জের সিংগাইরের তালেবপুর গ্রামে এসেছেন। বেলা ১১টার দিকে উপজেলার তালেবপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টার থেকে নেমেই প্রথমে যান স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনীতিবিদ ও এলাকার সর্বস্তরের জনগণ। এই স্কুলেই ছোটবেলায় তিনি ৭ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন। স্কুলের মেধাবী ছাত্রী দুলনের আগমন উপলক্ষে স্কুল কর্তৃপক্ষ এক সংবর্ধনার আয়োজন করে। তালেবপুর আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভপতি আলী ইস্কান্দার আহমেদ, তালেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ । সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে রওশনারা বলেন, আমি এই স্কুলে পড়েছি। আমরা বাঙালী, আমরা অনেক কিছু করতে পারি। বাংলাদেশ এখন অনেক ওপরে উঠে গেছে। আমি বাঙালী হয়ে লন্ডনের একটি শহরের মেয়র হয়েছি। বাংলার মাটিতে পা রেখে আমি গর্বিত। আজকের সংবর্ধনা পেয়ে মনে হয় নতুন করে জন্ম নিয়েছি। সংবর্ধনা শেষে আত্মীয়-স্বজন ও শুভান্যুধায়ীদের নিয়ে তিনি হেঁটে যান স্কুল থেকে উত্তর পাশে নিজ বাড়ি ইরতা গ্রামে। এ সময় শত শত গ্রামের উৎসুক জনতা তাকে এক নজর দেখার জন্য ভিড় করেন। রওশনারার ভাতিজা মোতালেব হোসেন খান বলেন, ফুপির আগমন উপলক্ষে তিন দিনের কর্মসূচী হাতে নিয়েছে সুচিন্তিত নাগরিক ফোরাম, তালেবপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও ইউনিয়নবাসী। প্রথম দিনে ফুপি যে স্কুলে পড়ালেখা করেছেন সেই স্কুল থেকে সংবর্ধনা দেয়া হয়। দ্বিতীয় দিনে সচেতন তরুণ সংঘ এবং শেষ দিনে সচেতন নাগরিক ফোরাম ও গ্রামাবাসী সংবর্ধনা দেবে। তালেবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র সরকার জানান, রওশনারা আমাদের বিদ্যালয়ে লেখাপড়া করেছেন। তিনি লন্ডনের রামসগেট শহরের মেয়র নির্বাচিত হওয়াতে আমরা গর্বিত তাই এই সংবর্ধনার আয়োজন করেছি। সচেতন নাগরিক ফোরামের সভাপতি জামাল উদ্দন বিশ্বাস বলেন, রওশনারা প্রতিবছর নিজ পৈত্রিক ভিটায় আসেন। তবে মেয়র হওয়ার পর এই প্রথম এলেন বলে আমরা তাকে সংবর্ধনা দেয়ার উদ্যোগ নিয়েছি। তালেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলী বলেন, আমার ইউনিয়নের মেয়ে তাই আমরা পরিষদের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়ার ব্যবস্থা নিয়েছি।
×