ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় সম্প্রীতি সংলাপ

মানুষের মানবিক শক্তির কাছে কোন অপশক্তি দাঁড়াতে পারে না

প্রকাশিত: ১১:০৫, ২০ ফেব্রুয়ারি ২০২০

 মানুষের মানবিক শক্তির  কাছে কোন অপশক্তি  দাঁড়াতে পারে না

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় অনুষ্ঠিত সম্প্রীতি সংলাপে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ‘সম্প্রীতি বাংলাদেশ’ এর আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেছেন, মানুষের মানবিক শক্তির কাছে কোন অপশক্তি দাঁড়াতে পারে না। অসাম্প্রদায়িক চেতনায় মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের রয়েছে হাজার বছরের সভ্যতা। আমরা অসাম্প্রদায়িক ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ধারণ করছি। আমাদের রয়েছে সম্প্রীতি ও অসাম্প্রদায়িক ভ্রাতৃত্ব। আমাদের এই অর্জনকে গুটি কয়েক দুর্বৃত্ত চাইলেও ধ্বংস করতে পারে না। কারণ বাংলাদেশের মানুষের অন্তরে অন্তরে ও ঘরে ঘরে রয়েছে এই অসাম্প্রদায়িকতা। বুধবার দুপুরে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত ‘সম্প্রীতির সংলাপ’ শীর্ষক এক সুধী সমাবেশে পীযুষ বন্দ্যোপাধ্যায় সভাপতির বক্তব্যে আরও বলেন, বাংলাদেশ থেকে একটি সম্প্রদায়ের মানুষ কমে যাচ্ছে অনেকের অপপ্রচার থাকলেও বাস্তবে তা নয়। সংখ্যার বিবেচনায় ঐক্যবদ্ধ ও সম্প্রীতি চেতনার মানুষ ঢের বেশি। প্রধানমন্ত্রীর উদ্ধৃতি টেনে তিনি আরও বলেন, বাংলাদেশে কোন মাইনরিটি কনসেপ্ট নেই। এখানে সবাই সমান। সব ধর্ম বর্ণের মানুষের সঙ্গে রয়েছে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। দুর্গাপূজায় কেবল হিন্দুরা নয় আবার ঈদে কেবল ইসলামধর্মাবলম্বীরাই নন। উৎসবের আনন্দ সবাই আমরা ভাগাভাগি করে নিয়ে থাকি। এটা আমাদের সহ¯্র বছরের ইতিহাস ও সংস্কৃতি উল্লেখ করে পীযুষ বন্দ্যোপাধ্যায় বলেন বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠানে লক্ষে মানুষের সমাবেশ ঘটে । এখানে ধর্ম বিভেদ থাকে না। মানুষের মানবিক শক্তির কাছে কোন অপশক্তি টিকতে পারে না মন্তব্য করে তিনি আরও বলেন সবধর্মের মানুষের মাঝে সমন্বয় আছে বলেই বাংলাদেশ অসাম্প্রদায়িক জনপদে পরিণত হয়েছে। পীযুষ বন্দ্যোপাধ্যায় আরও বলেন বঙ্গবন্ধু প্রণীত সংবিধানের চার মৌলনীতির ধর্ম নিরপেক্ষতার অর্থ ধর্মহীনতা নয়। এখানে যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। কেউ কারও ধর্মীয় মূল্যবোধের কাছে সাংঘর্ষিক হতে পারে না। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবিকতার পরিচয় দিয়েছে। এজন্য বিশ^ বিবেক আমাদের পক্ষে রয়েছে। বিশ^ বিচারালয়ও রায় দিয়েছে আমাদের পক্ষে । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি বলেন, সাম্প্রদায়িক গোষ্ঠী সাতক্ষীরায় সার্কাসে ও সিনেমা হলে বোমা হামলা চালিয়ে মানুষ হত্যা করে। ১৩ সালে তা-ব চালিয়ে সাতক্ষীরার বর্ণাঢ্য অতীত ও সম্প্রীতিকে ধ্বংস করে। সম্প্রীতির এই ব্যাঘাতকে সাতক্ষীরার অসাম্প্রদায়িক মানুষ ও প্রশাসন দৃঢ়তার সঙ্গে প্রতিহত করেছে। আমাদের হৃদয়ে লালন করতে হবে সম্প্রীতি উল্লেখ করে তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনা হৃদয়ে লালন করতে পারলে জাতির জনকের সোনার বাংলার স্বপ্ন, ও চেতনা বাস্তবায়ন সম্ভব। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে দেশকে ২১ বছর পিছিয়ে দিয়েছিল একটি গোষ্ঠী। কিন্তু অসাম্প্রদায়িক মেল বন্ধনের কারণে তা টিকে থাকেনি। সম্প্রীতি ও ভালবাসা দিয়েই মুক্তিযোদ্ধা ও ভাষা শহীদদের ঋণ শোধ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, আমাদের দুটি অহঙ্কার মক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবিকতার পরিচয় দিয়েছে। অনুষ্ঠানে সম্প্রীতি বাংলাদেশের সদস্য রেজা সেলিম, নির্বাহী সদস্য মিহির কান্তি ঘোষাল, অধ্যাপক কাজী মু. অলিউল্লাহ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, নারী নেত্রী নাসরিন খান লিপি, খ্রীস্টান ধর্মীয় নেতা হেনরি সরদার, ইমাম মওলানা আবদুল্লাহ , মহিলা লীগ সভানেত্রী জোসনা আরা প্রমুখ বক্তব্য রাখেন।
×