ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্বাচিত হলে সবাইকে নিয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত নগরী গড়ব

প্রকাশিত: ১১:০৪, ২০ ফেব্রুয়ারি ২০২০

 নির্বাচিত হলে সবাইকে নিয়ে মাদক ও  সন্ত্রাসমুক্ত নগরী গড়ব

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বুধবার চট্টগ্রামে এলে নেতাকর্মী ও সমর্থকদের ভালবাসায় সিক্ত হন। বিকেলে তিনি ট্রেনযোগে ঢাকা থেকে চট্টগ্রামে আসেন। পুরনো রেলস্টেশন চত্বরে আগে থেকেই অপেক্ষায় ছিল হাজারও কর্মী-সমর্থক। তারা ফুলের পাপড়ি ছিটিয়ে মেয়র প্রার্থীকে বরণ করে নেন। ট্রাকে স্থাপিত ভ্রাম্যমাণ মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়ে একটি বাসযোগ্য এবং মাদক ও সন্ত্রাসমুক্ত নগরী গড়তে কাজ করব। বক্তব্যে তিনি প্রয়াত রাজনীতিক এম আজিজ, জহুর আহমদ চৌধুরী ও এবিএম মহিউদ্দিন চৌধুরীর পথ ধরে চলবেন বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন। চসিক নির্বাচনের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে মনোনয়ন দিয়েছেন। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তার মর্যাদা রক্ষা করব। বক্তব্যে তিনি চট্টগ্রামকে একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তবে তিনি এও বলেন যে, একজনের পক্ষে পরিকল্পিত নগরী গড়ে তোলা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ। চট্টগ্রামের সুশীল সমাজ, সাংবাদিক, পেশাজীবী, প্রকৌশলী, কৃষিবিদ, নগর পরিকল্পনাবিদ এবং মুক্তিযুুদ্ধ ও প্রগতির পক্ষের সব রাজনৈতিক দল ও সর্বস্তরের জনগণকে নিয়ে পরামর্শ করে এ চট্টগ্রামের হৃতগৌরব ফিরিয়ে আনতে চাই। তিনি বলেন, চট্টগ্রামে উন্নয়নের যে ধারা অব্যাহত রয়েছে তা আরও এগিয়ে নিতে কাজ করব। আপনাদের ভোটে যদি নির্বাচিত হতে পারি তাহলে এই চট্টগ্রামকে মাদক ও সন্ত্রাসমুক্ত এবং নির্মল ও পরিবেশবান্ধব করব। প্রধানমন্ত্রীর ওপর দৃঢ় আস্থা রেখে তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা লালদীঘির মাঠে বলেছিলেন চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব আমি নিজ হাতে নিয়েছি। জলাবদ্ধতা নিরসনে তিনি চউককে ৮ হাজার কোটি টাকার প্রকল্প দিয়েছেন। প্রকল্পের সফল বাস্তবায়ন হলে অনেকাংশে আমরা এ সমস্যা থেকে মুক্তি লাভ করব।
×