ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে অর্থনৈতিক অঞ্চল হলে বেকারত্ব আর থাকবে না : হুইপ ইকবালুর রহিম

প্রকাশিত: ০৯:০৬, ১৯ ফেব্রুয়ারি ২০২০

দিনাজপুরে অর্থনৈতিক অঞ্চল হলে বেকারত্ব আর থাকবে না  : হুইপ ইকবালুর রহিম

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বাণিজ্য মেলার ভবিষ্যৎ সম্ভাবনা ও অর্থনীতির কথা উল্লেখ করে বলেছেন, মেলাকে শুধু বিনোদন আর আনন্দ-উৎসবের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশ-বিদেশে তথা আন্তর্জাতিকভাবে দেশীয় পণ্যের চাহিদা বাড়াতে বাণিজ্য মেলা প্রয়োজনীয়তা সৃষ্টি করতে হবে। দিনাজপুরের কাঠারী ভোগ চাল ও চিড়া, সুগন্ধী আতব চাল, পাপড় ও গিরিধারী চানাচুরের চাহিদা বিদেশে এখন প্রচুর। এই মেলায় শুধু বেচাকেনার জন্য নয়, দিনাজপুরে উৎপাদিত খাদ্য শস্য দেশ-বিদেশে পরিচিতি করাতে হবে। বুধবার বিকেলে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে মাসব্যাপী ১৫তম বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হুইপ ইকবালুর রহিম। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানামুখী অর্থনৈতিক পরিকল্পনায় দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে। মুক্তিযুদ্ধভিত্তিক চিত্র প্রদর্শনসহ সংক্ষিপ্ত প্রদর্শনীতে মাদকদ্রব্য, জঙ্গীবাদ, ইভটিজিং চিত্র প্রদর্শন করে যুব সমাজকে সঠিক পথে থাকার উৎসাহ যোগাতে হবে। তিনি আরও বলেন, দিনাজপুরে সন্ত্রাস, চাঁদাবাজ ও জঙ্গীবাদের কোন স্থান নেই। ব্যবসায়ীরা নির্বিঘ্নে তাদের ব্যবসা সুন্দরভাবে পরিচালনা করছে। কেউ তাদেরকে ভয়ভীতি দেখায় না। বিএনপি-জামায়াতের আমলে ব্যাবসায়ীদের করুন অবস্থা ছিল। পথে পথে চাঁদাবাজের আক্রমন ছিল। অনেকে ভয়ে দরজা বন্ধ করে ব্যবসা করতো। কিন্তু শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই ব্যবসায়ীসহ সকল মানুষ শান্তিতে আছে। মানুষ হয়েছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। হুইপ ইকবালুর রহিম দিনাজপুর শহরকে একটি মডেল শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা পুণর্ব্যক্ত করে বলেন, দিনাজপুরকে একটি অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে। যেখানে কয়েক হাজার বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দিনাজপুরে একটি আইটি পার্ক নির্মাণ, দিনাজপুর শহরের রাস্তাগুলোকে প্রশস্ত করে চার লেনে উন্নীত করা, বিরল ল্যান্ড পোর্ট থেকে মোহন ব্রিজ পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণ, দশ মাইল হতে দিনাজপুর শহর পর্যন্ত রাস্তাটিকে চার লেনে উন্নীত করা হবে। দিনাজপুরকে একটি আধুনিক মডেল ও পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা। অর্থনৈতিক অঞ্চল হলে বেকারত্ব আর থাকবে না দিনাজপুরে। সেই লক্ষে অথনৈতিক অঞ্চল হওয়ার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। দিনাজপুর চেম্বারের সভাপতি সুজাউর রব চৌধুরীর সভাপতিত্বে মেলায় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম, পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), দিনাজপুর চেম্বারের সভাপতি সুজার উর রব চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু, চেম্বারের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, মোছাদ্দেক হোসেন, রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, চেম্বারের পরিচালক মানবেন্দ্র নাথ মনোজ, এনাম উল্লাহ জেমী, ভাবনী শংকর আগরওয়ালাসহ অন্যান্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন চেম্বারের পরিচালক ইকবাল চৌধুরী।
×