ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হুমায়ুন আহেমেদকে নিয়ে মেলায় ছাত্রলীগ সভাপতির বই

প্রকাশিত: ০৯:০৪, ১৯ ফেব্রুয়ারি ২০২০

হুমায়ুন আহেমেদকে নিয়ে মেলায় ছাত্রলীগ সভাপতির বই

স্টাফ রিপোর্টার ॥ মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের বড় অংশ জুড়ে চলছে। বরাবরের মতো এবারের গ্রন্থমেলায় সামাজিক, রাজনৈতিক সংগঠনসহ আরজে, অভিনেতা-অভিনেত্রীদেরও বই প্রকাশের ধারা বজায় রয়েছে। সেই ধারাবাহিকতায় এবার বইমেলায় প্রকাশ পেতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাসের সম্পাদিত বই। জনপ্রিয় কথাসাহিত্যিক ও কিংবদন্তী ঔপন্যাসিক হুমায়ুন আহেমেদকে নিয়ে রচিত বইটি। হুমায়ুন আহেমেদকে নিয়ে মেলায় ছাত্রলীগ সভাপতির বই সনজিত চন্দ্র দাস সম্পাদিত বইটির নাম দেয়া হয়েছে ‘হুমায়ূন আহমেদ, কিংবদন্তীর সঙ্গে ২০ বছর’। বইটি লিখেছেন বাউল ইসলাম উদ্দিন। চারুলিপি প্রকাশনী বইটি প্রকাশ করবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে বইমেলায় চারুলিপি প্রকাশনের প্যাভিলিয়নে (প্যাভিলিয়ন নং ২৮) পাওয়া যাবে বইটি। বইয়ের বিষয়ে জানতে চাইলে সনজিত চন্দ্র দাস জনকণ্ঠ কে বলেন, ইসলাম উদ্দিন বয়াতি হুমায়ুন আহমেদকে নিয়ে তার মনের কোণে জমে থাকা অফুরন্ত কথাগুলো শেয়ার করতে চেয়েছিলেন। কিন্তু সেজন্য কোনো বিশ্বাসযোগ্য মাধ্যম পাচ্ছিলেন না। সম্প্রতি তিনি অসুস্থ্য হলে তাকে দেখতে গেলে তিনি তার অতৃপ্ত মনের কথাগুলো গ্রন্থিত করার জন্য আমার সহযোগিতা চান। পরে আমি তাকে কথা দিয়েছিলাম যে আপনার এই উদ্যোগের জন্য আমি পাশে আছি। এখান থেকেই বই করতে সহযোগিতার হাত দেয়া।
×