ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মামুন মাহবুব

মহানগরীর পরিবেশ

প্রকাশিত: ০৭:৩৯, ২০ ফেব্রুয়ারি ২০২০

 মহানগরীর পরিবেশ

জুরাইন রেল গেট থেকে একটু সামনে এগোলেই পোস্তগোলা ব্রিজ। বামে নারায়ণগঞ্জ সড়ক, ডানে সদর ঘাটের রাস্তা। ব্রিজ পেরিয়ে সোজা মাওয়ার ফেরি ঘাট। জুরাইন রেল গেট থেকে শুরু“করে মাওয়া পর্যন্ত পুরো রাস্তা ধুলোয় ধুসরিত। পদ্মা সেতুর কাজ চলার কারণে এ রাস্তায় ধুলোর পরিমাণ আগের চেয়ে হাজার গুণ বেড়েছ। এ পথে যাতায়াতকারীদের প্রতিনিয়ত ধুলার সমুদ্র পেরিয়ে তবেই গন্তব্যে পৌঁছতে হয়। ব্যবসার কাজে সপ্তাহের বেশিরভাগ দিন পোস্তগোলা-মাওয়া সড়ক হয়ে যাতায়াত করতে হয়। এ পথে একবার গেলে কিংবা এলে বাসায় ফিরে গোসল না করা পর্যন্ত শান্তি নেই। এত পরিমাণ ধুলো পৃথিবীর আর কোথাও আছে বলে মনে হয় না। জুরাইন থেকে বামে পাগলা-ফতুল্লাহর মহাসড়কের অবস্থা আরও ভয়াবহ। বুড়িগঙ্গা নদী থেকে বালু তুলে রাখা হয় এ সড়কের যে পাশে নদী আছে সেখানে। সারাদেশে বালু যায় এখান থেকে। ২৪ ঘণ্টা ট্রাকের আনাগোনা লেগেই আছে। ট্রাকের ধোঁয়া এবং বাতাসে বালু উড়ে এ রাস্তাই যেন বিষাক্ত হয়ে উঠেছে। শুধু রাস্তাই নয়, আশপাশের জনপদ এবং ব্যবসায়ীরাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন ধুলোর কারণে। গেল দুবছর এ রোডে যাতায়াত করে আমার পরিচিত এক ছাত্রের হাঁপানি এবং ফুসফুসের রোগ হয়ে গেছে। ধুলোবালির এই চিত্র রাজধানীর সর্বত্রই স্বাভাবিক মাত্রা ছাড়িয়ে বিপদসীমা অতিক্রম করেছে। জুরাইন থেকে যাত্রাবাড়ী হয়ে সাইনবোর্ড, চিটাগাং রোড, ডেমরা রোডেও বিষাক্ত বায়ুর কারণে ভুগছে পথচারী এবং এলাকাবাসী। এদিকে সদরঘাট, নয়াবাজার, শোয়ারীঘাট হয়ে যে রাস্তাটি মোহম্মদপুর গিয়ে মিলেছে, সে রাস্তারও একই অবস্থা। ভয়াবহ ধুলাতে নাকাল সাধারণ মানুষ। এত গেল রাজধানীর প্রবেশদ্বার এবং সাইড এলাকার কথা। খোদ রাজধানীর ভেতর অবস্থাও কোন অংশেই ভাল নয়। কারওয়ান বাজার, যাত্রাবাড়ী, গুলিস্তান, মালিবাগ, নিউমার্কেট, শান্তিনগর, ধানমণ্ডি এবং মহম্মদপুরের মানুষ ধুলোর যন্ত্রণায় নাকাল। ধুলোর আক্রমণ থেকে মুক্ত নয় কারওয়ান বাজার, ফার্মগেট, শ্যামলী, কল্যাণপুরের মানুষও। ছোট্ট এ শহরের মোট ৪০টি স্পট মারাত্মক দূষণে আক্রান্ত বলে শনাক্ত করেছেন বিশেষজ্ঞরা। জুরাইনের পর রাজধানীর সবচেয়ে বেশি ধুলা মিরপুর, এর পরের অবস্থানে রয়েছে আগারগাঁও। আগারগাঁওয়ে অবস্থিত পরিবেশ অধিদফতরের ভবনের চারপাশ যেন ধুলার রাজ্যে পরিণত হয়েছে। নারায়ণগঞ্জ থেকে
×