ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জ ছাত্রলীগের সাবেক কমিটির স্বাক্ষরিত কমিটিগুলো ভিত্তিহীন

প্রকাশিত: ০৬:২০, ১৯ ফেব্রুয়ারি ২০২০

কিশোরগঞ্জ ছাত্রলীগের সাবেক কমিটির স্বাক্ষরিত কমিটিগুলো ভিত্তিহীন

স্টাফ রিপোর্টার ॥ কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের আওতাধীন বিভিন্ন ইউনিটের সাবেক জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত যে কমিটিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখা যাচ্ছে সেগুলোতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। এ কমিটিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বলে এবং বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র পরিপন্থী বলেও জানানো হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সভায় এই প্রসঙ্গটি ওঠার প্রেক্ষিতে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বাংলাদেশ ছাত্রলীগ কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত গুরুদয়াল বিশ্ববিদ্যালয় কলেজ, কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, কিশোরগঞ্জ পৌর, কিশোরগঞ্জ সদর উপজেলা, তাড়াইল উপজেলা, পাকুন্দিয়া উপজেলা, পাকুন্দিয়া পৌর, করিমগঞ্জ পৌর, করিমগঞ্জ সরকারি কলেজ, করিমগঞ্জ উপজেলা, পুলেরঘাট আঞ্চলিক, কটিয়াদী উপজেলা, ওয়ালিনেওয়াজ খান কলেজ শাখা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন ও ছাত্রলীগের গঠনতন্ত্র পরিপন্থী। সুতরাং উক্ত কমিটিসমূহের কোনো কার্যকারিতা নেই। এদিকে হোসেনপুর পৌর ও হোসেনপুর উপজেলা শাখা কমিটি ইতিমধ্যে স্থগিতাদেশ ও তদন্তাধীন রয়েছে। কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সকল নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এবং একই সাথে বাংলাদেশ ছাত্রলীগ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে দ্রুত সময়ের মধ্যে গঠনতন্ত্র অনুসরণ করে উক্ত কমিটি পুনর্গঠন এর মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার নির্দেশ দেওয়া হয়েছে।
×