ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওগাঁয় ইয়াবা ও হেরোইনসহ ৬ নারী গ্রেফতার

প্রকাশিত: ০৪:২৫, ১৯ ফেব্রুয়ারি ২০২০

নওগাঁয় ইয়াবা ও হেরোইনসহ ৬ নারী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ মঙ্গলবার রাতে নওগাঁর ধামইরহাট ও আত্রাইয়ে পৃথক পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ ৬ নারী মাদক ব্যবসায়ীসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। ধামইরহাট থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধমাইরহাট থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে রুপনারায়ণপুর গ্রামের আব্দুর রহিমের স্ত্রী পাপুল বেগম (৪৮) ও দুই মেয়ে সুরাইয়া খাতুন (২৫) এবং স্মৃতি খাতুন (২০) কে কোকিল মোড় থেকে ৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। অপরদিকে একই রাতে পুলিশের অপর একটি দল উপজেলার অমরপুর (হঠাৎপাড়া) গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের আশরাফুলের স্ত্রী মৌসুমি খাতুন (২০) ও একই গ্রামের দেলদার হোসেনের স্ত্রী পারভীন খাতুন (৪০) ও তার ছেলে আশরাফুল ইসলাম (২৩) কে নিজ বাড়ি থেকে ৫০পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। আসামিদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে নওগাঁর আত্রাইয়ে হেরোইনসহ রিয়া আক্তার (২৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতারকৃত রিয়া আক্তার উপজেলার জাতোপাড়া গ্রামের মৃত খবির উদ্দিনের মেয়ে। বুধবার সকালে তাকে নওগাঁ আদালতে সোপর্দ করা হয়েছে। আত্রাই থানা অফিসার ইনচার্জ মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রিয়া আক্তার দীর্ঘদিন থেকে এলাকায় হেরোইনসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ২০পুড়িয়া হেরোইনসহ গ্রেফতার করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে আত্রাই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।
×