ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে ট্রলার ডুবি ॥ নিহত ১,আহত ১৮

প্রকাশিত: ০৩:৪৩, ১৯ ফেব্রুয়ারি ২০২০

বাঁশখালীতে ট্রলার ডুবি ॥ নিহত ১,আহত ১৮

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বঙ্গোপসাগরের মোহনা জলকদর খালের কাথরিয়া- সরল ইউপির সীমানা সংলগ্ন এলাকায় মাজার শরীফ মুখী যাত্রীবাহী ফিশিং ট্রলার উল্টে গিয়ে ১ব্যক্তি নিহত ও ১৮জন আহতের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল ১১টার দিকে সংগঠিত ট্রলার ডুবির ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে অন্তত ৩ জন। ট্রলার ডুবির ঘটনায় বাঁশখালী থানা ও ফায়ার সার্ভিসের সদস্যরা জলকদর খালে নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারের কুতুবদিয়া আল্লামা শাহ আব্দুল মালেক শাহ কুতুবীর বার্ষিক ওরশ শরীফে যোগদান করতে কাথরিয়া ইউপি হতে ৭০-৮০ জনের যাত্রী ফিশিং ট্রলার যোগে জলকদর খাল হয়ে কুতুবদিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে কাথরিয়া ও সরল ইউপি সংলগ্ন এলাকায় যাত্রী বাহী এ ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে। ট্রলার ডুবির খবর আশ পাশে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দ্রুত নদীতে নেমে দুর্ঘটনা কবলিত মানুষদেরকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে আসে। স্থানীয়রা উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কাথরিয়া ইউপির ১নং ওয়ার্ডের ছমেয়ার বাপের বাড়ীর মো. আক্কাছ (৩৩) কে মৃত ঘোষণা করেন। তাছাড়া অন্যান্য আহতদেরকে হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা। এব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.রেজাউল করিম মজুমদার বলেন, জলকদরখালে ফিশিং ট্রলার ডুবির ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাছাড়া উদ্ধার কাজের জন্য ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। তবে ট্রলার ডুবির ঘটনায় এখনো পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন তিনি। নিখোঁজ বিষয়ে জানতে চাইলে উদ্ধার কাজ চলছে বলে জানান তিনি ।
×