ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জয়পুরহাটে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে পুলিশের নানা উদ্যোগ

প্রকাশিত: ০১:০৪, ১৯ ফেব্রুয়ারি ২০২০

জয়পুরহাটে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে পুলিশের নানা উদ্যোগ

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ জয়পুরহাটে নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিতকরণে জেলা পুলিশ নান উদ্যোগ নিয়েছে। এরই ধারাবিকতায় আজ বুধবার জেলা পুলিশ শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক সভার আয়োজন করেছে। সকালে সদর থানা উচ্চ বিদ্যালয় মাঠে এই সচেতনতামূলক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাফিক ইনচার্জ জামিরুল ইসলাম। বক্তব্য রাখেন প্রধান অতিথির পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল ইশতিয়াক আহম্মেদ, সদর থানা পুলিশ পরিদর্শক (ওসি) শাহরিয়ার খান, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক আবদুল আলীম প্রমুখ। সভায় ট্রাফিক আইন সম্পর্কে আলোচনা করা হয়। নিরাপদ সড়ক নিশ্চিতকরণে শুধু চালকদের সচেতন নয় পথচারিদের ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেওয়া হয়। উল্লেখ্য ইতিপূর্বে জেলা পুলিশের উদ্যোগে মটর সাইকেল চালকদের মাঝে বিনা মূল্যে হেলমেট বিতরণ করা হয় এবং পথচারীদের মাঝে ট্রাফিক আইন সম্পর্কে ব্যাপক প্রচারণা চালানো হয়।
×